Entertainment
‘জি’ ব্যবসা এবং টিআরপির জন্য পদ্ম পলাশকে চ্যাম্পিয়ন করেছে! ‘কাবোর মতো এতো ভালো প্রতিযোগীকে তার পরিশ্রমের কোনো দাম দিলোনা’, ‘সারেগামাপা’র ফলে খুশি নয় দর্শকরা

জি বাংলার অন্যতম গানের রিয়ালিটি শো হলো ‘সারেগামাপা’। বহু বছর ধরে টিভির পর্দায় এই রিয়ালিটি শো জনপ্রিয়তা অর্জন করে রয়েছে। শুরু হওয়ার পর থেকে টিআরপি লিস্টেও বেশ ভালই ফলাফল করছে সারেগামাপা। এই বছরের সিজনও ভালোই জনপ্রিয়তা পেয়েছে।
এই বছর সঞ্চালক হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে যীশু সেনগুপ্তকে । এবং এবার গুরুজির আসনে বসেছেন পণ্ডিত অজয় চক্রবর্তী । এছাড়াও বিচারক আসনে শান্তনু মৈত্র এবং শ্রীকান্ত আচার্যর সঙ্গে বসছেন রিচা শর্মা । এছাড়া মেন্টরের আসনে রয়েছেন, ইমন চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, রাঘব চ্যাটার্জি, রথিজিত ভট্টাচার্য এবং জোজো মুখার্জি। তবে এদিন ফাইনাল উপলক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন সোনু নিগম।
গতকালই টিভির পর্দায় সম্প্রচারিত হলো এই রিয়ালিটি শো এর গ্র্যান্ড ফিনালে। আর সেখানেই ৫ জন প্রতিযোগীর মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঘোষণা করে দেওয়া হলো। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানারকম কথা ভেসে আসছে। নেটিজেনদের অনেকাংশ পদ্ম পলাশ এবং অস্মিতাকে চ্যাম্পিয়ন হিসাবে মেনে নিতে পারছে না।
প্রসঙ্গত এই সিজনের সারেগামাপা এর চ্যাম্পিয়ন হয়েছে যুগ্মভাবে পদ্ম পলাশ ও অস্মিতা কর। এবং দ্বিতীয় হয়েছে অ্যালবার্ট কাবো লেপচা আর তৃতীয় হয়েছে সোনিয়া গজমের। তবে কাবোকে কিছুতেই সকলে দ্বিতীয় বলে মনে করতে পারছে না। তাদের মতে উত্তরবঙ্গের এই প্রতিযোগী প্রথম থেকেই এত সুন্দর গানে মুগ্ধ করেছে দর্শককে, তার চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল। এমনকি গতকালের পর্বে তার গাওয়া দেশাত্মবোধক গানের সঙ্গে বাউল গান মন ছুয়ে গেছে সকলের। তারপরেও কী করে সে দ্বিতীয় স্থান অধিকার করে!
এই নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছে দর্শকরা। তাদের মধ্যে একজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, “কাবোর মুখটা দেখার মতো ছিলো
আহ।এতো ভালো পারফর্ম করেও তাকে ফাস্ট রানারআপ হতে হলো
কিন্তু সে চ্যাম্পিয়ান ডিজার্ভ করে
কিন্তু ব্যবসা ইমোশন আর মেধা বা পরিশ্রম কে মূল্য দিলো না
এতো সুন্দর করে দেশের গান গাইলো কিন্তু
এরকম হাজারো কাবো এভাবে ডিজার্ভ করার পরও কিছু পায় না”
সেই সঙ্গে অনেকে আঙ্গুল তুলেছে চ্যানেল কর্তৃপক্ষের ওপর। তাদের মতে ‘জি বাংলা ব্যবসা এবং টিআরপির জন্য পদ্ম পলাশকে চ্যাম্পিয়ন করেছে। এদের কাছে মেধা বা পরিশ্রম বা গুন কোনটারই কোন দাম নেই।’ তবে ফল যাই হোক উত্তরবঙ্গের এই প্রতিযোগীর উপর যে দর্শকরা অনেক আশা করে আছেন তা বোঝাই যাচ্ছে।
-
Tollywood11 months ago
তৃণা সাহার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ অভিষেক-পত্নীর! ‘এবার বাড়াবাড়ি করছেন’, সংযুক্তাকে দুষছে নেটপাড়া
-
Tollywood4 months ago
Aparajita Adhya: শাড়ি এখন অতীত, খোলামেলা পোশাকে লক্ষ্মী কাকিমা হয়ে উঠলো ল্যাক্স! অপরাজিতা আঢ়্যর ছবি দেখে ঢোক গিললো ভক্তরা
-
Bangla Serial10 months ago
মিঠাই ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী!চলে গেলেন অন্য চ্যানেলের ধারাবাহিকে, মন খারাপ মিঠাই ভক্তদের
-
Bangla Serial10 months ago
নিজের বোনকে বিয়ে করে নিয়েছে মোদক পরিবারের ছোট ছেলে! তবুও সিডি বয়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলল ওমি আগারওয়াল, ভাইরাল তার সোশ্যাল মিডিয়া বার্তা
-
Tollywood10 months ago
অবশেষে গ্রেফতার হলেন মৃত অভিনেত্রী পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী
-
Bangla Serial8 months ago
Mithai: মিঠাই শেষ হচ্ছে আগামী ২৮শে আগস্ট রাত আটটায়, পোস্টে পোস্টে ছয়লাপ ফেসবুক! মুখ খুললেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস, সত্যিটা করলেন স্বীকার
-
Bangla Serial10 months ago
‘যে যা ভাবছে ভাবুক, আমার সঙ্গে আদৃতের সম্পর্ক নিয়ে কিছু বলার নেই’, এবার সিডি বয়-মিঠাইয়ের ঝগড়া নিয়ে মুখ খুলল সৌমিতৃষা!আদৃতের সঙ্গে যে তার কথা বন্ধ ঘুরিয়ে জানাল সেটা
-
Bangla Serial12 months ago
বছরের-পর-বছর অভিষেককে বাদ দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! ‘এখন তাদের থেকে টাকা নেব আমি?’, মিথ্যা অভিযোগ ঘিরে সরব অভিষেকের স্ত্রী সংযুক্তা!