Connect with us

  Bangla Serial

  TRP: দীপার আর জ্যাসের জোর টক্কর! একটুর জন্য ফস্কে গেল কার সিংহাসন? দেখুন টিআরপি তালিকা

  Published

  on

  বৃহস্পতিবার মানেই হচ্ছে ধারাবাহিকগুলির ভাগ্য নির্ধারণের দিন। এই বিশেষ দিনে বাংলা ধারাবাহিকের দুনিয়ায় কারা দর্শকদের বেশি করে মনোরঞ্জন করছে তা বোঝা যায়। এই দিন সেরাদের বেছে নেওয়া হয়। আসলে এক একটি ধারাবাহিকের জনপ্রিয়তার নিরীক্ষণ হয় এই টিআরপির মাধ্যমে। টেলিভিশন রেটিং পয়েন্ট দেখলেই বোঝা যায় দর্শকদের ঠিক কতটা মনোরঞ্জন করছে একটি ধারাবাহিক। আর তা বোঝার জন্য সবথেকে বেশি প্রয়োজনীয় হল টিআরপি(TRP)তালিকা। আর বর্তমানে এই ধারাবাহিকের ভিড়ে অবশ্যই প্রয়োজনীয় হল টিআরপি তালিকায় প্রথম দশে জায়গা করে নেওয়া। আর না হলেই অল্পদিনে বাদের তালিকায়।

  চলতি সপ্তাহে তালিকায় বিরাট বড় অদলবদল না হলেও প্রতিযোগিতা কিন্তু বেশ জমে উঠেছে। মূলত এই প্রতিযোগিতা ছিল জ্যাস আর দীপার মধ্যে।‌‌গত সপ্তাহে জি বাংলা ও স্টার জলসার এই দুই ধারাবাহিক যুগ্মভাবে প্রথম হয়েছিল। দীপা আর সূর্যর রসায়ন যেমন দর্শকদের দিল জিতে নিয়েছিল তেমন সিংহাসন ফিরে পাওয়ার লড়াই চলছিল স্বয়ম্ভু ও জগদ্ধাত্রীর। সিংহাসন ফিরে পেলেও তা হল ক্ষণস্থায়ী।কারণ চলতি সপ্তাহে দীপার কাছে হারল জ্যাস। প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে চলে এলো এই ধারাবাহিক।

  বর্তমানে টিআরপি তালিকায় সফলভাবে ছুটছে স্টার জলসার ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। বর্তমানে বাঙালি দর্শকদের অত্যন্ত প্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া। বিগত কয়েক সপ্তাহ যাবৎ টিআরপি তালিকায় রাজ করছে এই ধারাবাহিক। সেই ধারা এখনও অব্যাহত। চলতি সপ্তাহেও টিআরপি শ্রেষ্ঠ এই ধারাবাহিক। যদিও তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান দখলে রেখেছে জি বাংলা। প্রথম ও পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসা।

  চলুন তাহলে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা –

  ১ম •• অনুরাগের ছোঁয়া ৮.১
  ২য় •• জগদ্ধাত্রী ৮.০
  ৩য় •• গৌরী এলো ৭.২
  ৪র্থ •• নিম ফুলের মধু ৭.১
  ৫ম •• পঞ্চমী ৬.৫

  Trending