Mithai: লোকে এমনি এমনি পাগলামি করে না! আবার মিঠাইয়ের নতুন গানে নেচে ভাইরাল মিঠাই ভক্ত নৃত্যশিল্পী অনামিকা, অন্য কোন সিরিয়ালের সব গান নিয়ে এত ভিডিও হয়েছে কি? – Tolly Tales
Connect with us

Bangla Serial

Mithai: লোকে এমনি এমনি পাগলামি করে না! আবার মিঠাইয়ের নতুন গানে নেচে ভাইরাল মিঠাই ভক্ত নৃত্যশিল্পী অনামিকা, অন্য কোন সিরিয়ালের সব গান নিয়ে এত ভিডিও হয়েছে কি?

Published

on

আজকে অবশেষ ে মোদক পরিবার মুক্তি পাবে এবং চিরকালের মতো শেষ হয়ে যাবে ওমি আগারওয়াল। মিঠাই ধারাবাহিকটি এখন অন্য এক উচ্চতায় পৌঁছে গেছে। মানুষ সবকিছুতেই মিঠাইকে খোঁজে। ভালো কিছু হলেও মিঠাই কোনো খারাপ কিছু হলেও মিঠাই। সমস্ত ধারাবাহিকের ভক্ত দের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে মিঠাই।

যেকোনো সবুজ জিনিস দেখলেই নাম করে দিচ্ছেন মিঠাইয়ের নামে। আরেকটু পরেই আপনাদেরকে জানাবো আরেকটি সবুজ উচ্ছেবাবু জিনিসের কথা। কিন্তু তার আগে একটা ভিডিওর কথা জানাই যেটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে, তার নাম মিঠাই গানের নেচে ছিলেন এক ইউটিউবার। সেই ভিডিও প্রচন্ড ভাইরাল হয়েছিল। সকলেই অবাক হয়ে গেছিলেন যে এই গানেও এত সুন্দর নাচ হয়। এবার তিনি নিয়ে এসেছেন আরেকটি নাচের ভিডিও। ধারাবাহিক হিসেবে মিঠাইয়ের প্রচুর ইউনিক গান রয়েছে। আগেরবার অনামিকার নৃত্য করেছিলেন তার নাম মিঠাই গানে।

আর এবার তিনি নাচ করলেন বল বল কার ক’টা চাই ভাই গানে। এই গানটা মিঠাই হল্লা পার্টির সঙ্গে গেয়ে থাকে। এত সুন্দর মেকআপ করে তিনি নাচটা পারফেকশনের সঙ্গে করেছেন। মিঠাই ভক্তরা তো সবাই এখনো জানেন না এই নাচের কথা তাই আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। অনামিকা মজুমদার নিজে মিঠাই ভক্ত সেজন্যই তিনি মিঠাইকে এই গানে নাচের মধ্য দিয়ে ভালোবাসা জানান।

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

Trending