Bangla Serial
Actress in Love: নামহীন চিঠি থেকে একেবারে বিয়ে, বিয়ের সব প্রস্তুতি রেডি শুধু নেই বর! হন্যে হয়ে বর খুঁজতে ব্যস্ত টলিউডের এই নায়িকা…

ভাল্যেন্টাইন্স ডে চলেই এল। এমনিতেও এক সপ্তাহ ধরে ভালোবাসার সপ্তাহ চলছে। কিন্তু ভালবাসার মরশুমের কি আর কোনও সময় বা ঠিকানা আছে। এই না আছে নির্দিষ্ট সময় না, নির্দিষ্ট ঠিকানা। আজকের দিনটা নিয়ে টলিউডে অনেক রকম তোড়জোড়ই দেখা যাচ্ছে।
বছর বছরই দেখা যায়। অনেকেই নিজের একদম পুরোনো প্রেমিক প্রেমিকা নিয়ে আজকের দিনটার জন্য অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছেন। আবার কেউ কেউ নিজেকে ওপর থেকে সিঙ্গল দেখিয়ে দিব্যি প্রেমে ডুবে রয়েছেন। পাত্তা দিচ্ছেন না কোনও কানা ঘুষো খবরে।
আবার কেউ কেউ, সত্যিই বসে রয়েছেন ভাঙা মন নিয়ে। অবশ্য অনেকেই আবার নিজের সঙ্গ পছন্দ করেন। কথায় আছে যে নিজেকে ভালোবাসতে পারে, সে সবাইকে আরও তাড়াতাড়ি আপন করে নিতে পারেন। এরকমই নিজেকে ভালোবেসে রয়েছেন টলিউডের এই মুহুর্তের ধারাবাহিকের বেশ জনপ্রিয় নায়িকা দেবচন্দ্রিমা সিংহ রায়।
সাহেবের চিঠি, সাঁঝের বাতি – খ্যাত নায়িকা গত বছর অবধিও চুটিয়ে প্রেম করছিলেন। তাঁর সম্পর্ক ছিল টেলি অভিনেতা সায়ন্ত মোদকের। কিন্তু ব্যক্তিগত কারণে তাঁদের সেই সম্পর্কে ভাঙন দেখা যায়। অবশ্য এই মুহূর্তে সায়ন্ত মোদক নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
কিন্তু এখনও সিঙ্গল রয়েছেন অভিনেত্রী দেব চন্দ্রিমা। যদিও তাঁর নিজের সিঙ্গল থাকা নিয়ে বিশেষ আক্ষেপ নেই। তবে প্রেম করার ইচ্ছে তাঁর আছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জমিয়ে প্রেম করতে চান তিনি। প্রেমে পড়ার ভালোবাসার ইচ্ছে আছে। তবে সেই প্রেমটা যেন বিয়ে অবধি যায়।
যদিও বিয়ে নিয়েও তাঁর অনেক স্বপ্ন। বিয়েটা যেন তাঁর একদম ধুম ধাম করে হয়, সেই ভাবনাও ভেবে রেখেছেন তিনি। একদম যাকে বলে গ্র্যান্ড পার্টি, সেই বিয়ে। তবে এই প্রেম ও অন্যান্য কথার প্রসঙ্গে ছোটবেলার কথাও টেনে আনলেন। জানালেন, একবার রোজ ডেতে তিনি একটা চিঠি পেয়েছিলেন। কিন্তু সেই চিঠি যিনি লিখেছিলেন কোনওদিন সামনে আসেননি। এইসব আরও নানা মজার অভিজ্ঞতা বলতে বলতে নিজেই হেসে গড়িয়ে যাচ্ছিলেন।
-
Tollywood11 months ago
তৃণা সাহার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ অভিষেক-পত্নীর! ‘এবার বাড়াবাড়ি করছেন’, সংযুক্তাকে দুষছে নেটপাড়া
-
Tollywood4 months ago
Aparajita Adhya: শাড়ি এখন অতীত, খোলামেলা পোশাকে লক্ষ্মী কাকিমা হয়ে উঠলো ল্যাক্স! অপরাজিতা আঢ়্যর ছবি দেখে ঢোক গিললো ভক্তরা
-
Bangla Serial10 months ago
মিঠাই ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী!চলে গেলেন অন্য চ্যানেলের ধারাবাহিকে, মন খারাপ মিঠাই ভক্তদের
-
Bangla Serial10 months ago
নিজের বোনকে বিয়ে করে নিয়েছে মোদক পরিবারের ছোট ছেলে! তবুও সিডি বয়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলল ওমি আগারওয়াল, ভাইরাল তার সোশ্যাল মিডিয়া বার্তা
-
Tollywood10 months ago
অবশেষে গ্রেফতার হলেন মৃত অভিনেত্রী পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী
-
Bangla Serial8 months ago
Mithai: মিঠাই শেষ হচ্ছে আগামী ২৮শে আগস্ট রাত আটটায়, পোস্টে পোস্টে ছয়লাপ ফেসবুক! মুখ খুললেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস, সত্যিটা করলেন স্বীকার
-
Bangla Serial10 months ago
‘যে যা ভাবছে ভাবুক, আমার সঙ্গে আদৃতের সম্পর্ক নিয়ে কিছু বলার নেই’, এবার সিডি বয়-মিঠাইয়ের ঝগড়া নিয়ে মুখ খুলল সৌমিতৃষা!আদৃতের সঙ্গে যে তার কথা বন্ধ ঘুরিয়ে জানাল সেটা
-
Bangla Serial12 months ago
বছরের-পর-বছর অভিষেককে বাদ দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! ‘এখন তাদের থেকে টাকা নেব আমি?’, মিথ্যা অভিযোগ ঘিরে সরব অভিষেকের স্ত্রী সংযুক্তা!