Bangla Serial

Madhabilata: মাধবীলতা, ঝিলাম, রাখি- একের পর এক হিট চরিত্রে দেখা গেছে শ্রাবণী ভুঁইয়াকে, পেয়েছেন হ্যান্ডসাম সব নায়ক কিন্তু নায়িকার আসল ভালবাসা কে জানেন? নিজের মুখেই বললেন শ্রাবণী, নাম শুনে অবাক নেটিজেনরা

বিনোদন প্রিয় বাঙালি দর্শকদের বাংলা সিরিয়ালের প্রতি ঝোঁক ক্রমশ বেড়েই চলেছে। তাই এর উত্তরোত্তর বৃদ্ধিকে মাথায় রেখে একের পর এক নতুন ধারাবাহিক আসছে বাংলা চ্যানেলগুলিতে। বাংলা চ্যানেলে এখন ভরা শ্রাবণ মাস।

চ্যানেল পাল্টালেই নতুন নতুন সিরিয়াল দেখতে পাবেন আপনি। কোথাও আবার একই অভিনেত্রীকে বিভিন্ন রকম চরিত্র দেখতে পাবেন আবার বিভিন্ন চ্যানেলেও দেখতে পাবেন। অভিনেতা অভিনেত্রীরা আজকাল এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে হামেশাই বদলি হয়ে যান অভিনয়ের দক্ষতার জন্য।

Shrabani Bhunia (Actress) Wiki, Age, Family, Biography - MuchFeed

এবার বাংলায় আবার ফিরে আসতে চলেছেন আরো এক জনপ্রিয় অভিনেত্রী। এমনই এক অভিনেত্রী হলেন শ্রাবণী ভূঁইয়া। সেই রাখি বন্ধন ধারাবাহিকের রাখিকে মনে আছে?
Kanak Kakon' completes 250 episodes - Times of India

তিনিই হলেন অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া। ও সাম্রা ছোট্ট রাখি অর্থাৎ শিশু শিল্পী কৃতিকা চক্রবর্তীর কথা আলোচনা করছি না। যিনি রাখির বড় বেলায় অভিনয় করেছিলেন তিনিই হলেন অভিনেত্রী শ্রাবণী। খুব কম সময়ের মধ্যে একটি ধারাবাহিকের মধ্যে দিয়েই জায়গা পেয়ে গিয়েছিলেন দর্শকদের মধ্যে। তারপর কনক কাঁকন ও জীবন সাথী ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল শ্রাবণীকে।

Madhabilata 🌹New Serial 3d Status 🥰Sushmit Mukherjee 😘Shrabani Bhunia 😍  Barun Creation 143 !! - YouTube

তবে অভিনেত্রী আরো একটি গুণ রয়েছে তিনি হলেন বিশিষ্ট এক নৃত্যশিল্পী। নিজেও বলেছেন যে অভিনয় পেশায় না আসলে হয়তো নৃত্যশিল্পী হতেন। রবীন্দ্রভারতী থেকে স্নাতক পাস করে মডেলিং এর দুনিয়ায় প্রবেশ করেন শ্রাবণী। তারপর অভিনয়ে হাতেখড়ি হয়।

Star Jalsha's New serial Madhabilata promo out now | Sangbad Pratidin

এবার তিনি আসছেন মাধবীলতায়। শুরু হবে আরো একটি নতুন ধারাবাহিক। এই চরিত্রটি আদিবাসী এক জঙ্গলপ্রেমী, তাই জঙ্গলকে বাঁচাতে কোমরে কাপড় বেঁধে হাতে কাস্তে নিয়ে প্রতিবাদ দেখায় সে। কিন্তু বড়লোক এবং প্রভাবশালী পুষ্পরঞ্জন চৌধুরী জঙ্গল কেটে দিতে চান। ধারাবাহিকে শ্রাবনীর বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করছেন বরণ ধারাবাহিকের রুদ্রিক যায় নাম এই সিরিয়ালে সুস্মিত মুখার্জি।

Pabitra