Bangla Serial
Soumitrisha Kundoo: অল্প বয়সে যতটা সাফল্য ততটা টাকা! তাও জন্মদিনে পার্টি করে ম’দের গ্লাস নিয়ে ছবি না তুলে নিলো ভগবানের আশীর্বাদ! সাধারণ মানের মানুষ হয়ে অভিনেত্রী অনুপ্রেরণা, ধন্য ধন্য করছে ভক্তরা

মিঠাই ধারাবহিকটিকে মানুষজন এত বছর ধরে ভালোবাসে, তার তো নিশ্চই কোনও কারণ আছে। মূল কারণটি হল স্রোতের বিপরীতে হাঁটে এই ধারাবাহিকটি। যেখানে ত্রিকোণ প্রেম, ছলচাতুরি, উড়ন্ত সিঁদুর এইসব নিয়ে সিরিয়াল তৈরি হচ্ছে। তখন আপোষ, মায়া, স্নিগ্ধতা নিয়ে ধারাবাহিক গড়ে উঠছে। তাই আলাদা। আর এই ধারাবাহিকের নায়িকা মিঠাই চরিত্রে যিনি অভিনয় করছেন, অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ড, তিনিও কিন্তু তার ব্যতিক্রম প্রমাণ করেননি।
এমনিতেও মিঠাই চরিত্রের মাধ্যমে সৌমিতৃষা কুণ্ডু মিঠাই অনুরাগীদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন। যতই টি আর পি পড়ে যাক, দর্শকদের মনে মিঠাই আজও যেন সবথেকে বড় জায়গায় রয়েছে। কিন্তু টি আর পির দিক দিয়ে মিঠাই পিছিয়ে অনেকের থেকে। কিন্তু মিঠাইয়ের ক্রেজ ঠিক কীরকম তা তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ বোলালেই বোঝা যায়।
এখন সোশ্যাল মিডিয়ার দরুণ অনুরাগীরা নিজেদের কথা ও পছন্দের বিষয় এখন বেশ ভালো করে জন্য যায়। তাই সোশ্যাল মিডিয়াতেই বেশ ভালো ভিড় জমায় তাঁর অনুরাগীরা। এই কারণেই তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার প্রায় সংখ্যা সাড়ে ৬০০ হাজারেরও বেশি।
সেখানেই নিজের দৈনন্দিন জীবনের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। আর সম্প্রতি মিঠাই অর্থাৎ সৌমিতৃষার একটি পোস্টকে ঘীরে জল্পনার সৃষ্টি হয়েছে। সেটি ছিল তাঁর জন্মদিনের পোস্ট।
পোস্টটিতে দেখা যাচ্ছে একটি সাদা কাগজে সৌমিতৃষা লিখেছেন, আমি আমার ঘরকে মিস করব। ২৬ তারিখ আবার দেখা হচ্ছে। আর এই লেখা দেখেই প্রথমে যারা এক ঝটকায় পোস্টটি দেখেছেন, বেশ ভালো মতো ভয় পেয়ে গিয়েছিলেন। তাহলে কি আর শ্যুট করবেন না সৌমিতৃষা! কিন্তু সেসব কিছুই নয়, তাঁর জন্মদিন সামনের ২৪ ফেব্রুয়ারি। আর সেই উদ্দেশ্যেই জন্মদিন পালন করতে তিনি প্লেনে চড়ে রওনা হয়েছেন।
তবে প্লেনে চড়ার আগে তিনি তাঁর অনুরাগীদের মনে বেশ কনফিউসন তৈরি করে গিয়েছেন যে তিনি বোধয় তাঁর প্রেমিকের সঙ্গে জন্মদিন উদযাপনে বেরিয়ে পড়েছেন। কিন্তু এসব কিছুই নয়। বরং ধারাবাহিকের মতোই স্রোতের বিপরীতে হাঁটলেন তিনিও।
এই মুহূর্তে সৌমিতৃষাকে একজন সফল অভিনেত্রীর তালিকায় ধরা যেতেই পারে। সেখানে তাঁর বয়সী অধিকাংশ তরুণদল নিজেদের মজাকে উৎসর্গ করেন পাব অথবা ক্লাবে গিয়ে, হাতে হুইস্কি অথবা ওয়াইনের বোতল নিয়ে। কিন্তু সেসব কিছুই না করে বৃন্দাবনে শ্রী কৃষ্ণের পদতলে নিজের জন্মদিন উদযাপন করলেন মা বাবার সঙ্গে। আর সেই ছবিগুলি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন অনুরাগীরা।
View this post on Instagram
-
Tollywood11 months ago
তৃণা সাহার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ অভিষেক-পত্নীর! ‘এবার বাড়াবাড়ি করছেন’, সংযুক্তাকে দুষছে নেটপাড়া
-
Tollywood4 months ago
Aparajita Adhya: শাড়ি এখন অতীত, খোলামেলা পোশাকে লক্ষ্মী কাকিমা হয়ে উঠলো ল্যাক্স! অপরাজিতা আঢ়্যর ছবি দেখে ঢোক গিললো ভক্তরা
-
Bangla Serial10 months ago
মিঠাই ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী!চলে গেলেন অন্য চ্যানেলের ধারাবাহিকে, মন খারাপ মিঠাই ভক্তদের
-
Bangla Serial10 months ago
নিজের বোনকে বিয়ে করে নিয়েছে মোদক পরিবারের ছোট ছেলে! তবুও সিডি বয়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলল ওমি আগারওয়াল, ভাইরাল তার সোশ্যাল মিডিয়া বার্তা
-
Tollywood10 months ago
অবশেষে গ্রেফতার হলেন মৃত অভিনেত্রী পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী
-
Bangla Serial8 months ago
Mithai: মিঠাই শেষ হচ্ছে আগামী ২৮শে আগস্ট রাত আটটায়, পোস্টে পোস্টে ছয়লাপ ফেসবুক! মুখ খুললেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস, সত্যিটা করলেন স্বীকার
-
Bangla Serial10 months ago
‘যে যা ভাবছে ভাবুক, আমার সঙ্গে আদৃতের সম্পর্ক নিয়ে কিছু বলার নেই’, এবার সিডি বয়-মিঠাইয়ের ঝগড়া নিয়ে মুখ খুলল সৌমিতৃষা!আদৃতের সঙ্গে যে তার কথা বন্ধ ঘুরিয়ে জানাল সেটা
-
Bangla Serial12 months ago
বছরের-পর-বছর অভিষেককে বাদ দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! ‘এখন তাদের থেকে টাকা নেব আমি?’, মিথ্যা অভিযোগ ঘিরে সরব অভিষেকের স্ত্রী সংযুক্তা!