Bangla Serial
Zee Bangla Actress: মাত্র দু’টি ধারাবাহিকে করেছেন কাজ, তারপরেই রহস্যজনকভাবে উধাও হয়ে যান অভিনেত্রী! জি বাংলা জনপ্রিয় “কনকাঞ্জলি” সিরিয়ালের নায়িকা এখন কোথায়?

এখনের মতো শুধু টি আর পির (TRP) পিছনে দৌড়ে একের পর এক ধারাবাহিক নয়, উড়ন্ত সিঁদুর নয়, নিজেকে নিজে বিয়ে নয়, ভুলভাল পরকীয়া নয়, বরং এককালে বাংলা ইন্ডাস্ট্রিকে স্টার জলসা (Star Jalsha) বেশ সুন্দর ও মিষ্টি গল্প দিয়ে গিয়েছে। একের পর এক প্রেমের গল্প দিয়ে গিয়েছে স্টার জলসা। আর তেমনই এক একটি শিল্পীকে তুলে ধরেছে। কিন্তু তাঁদের মতো কত শিল্পী এসে হারিয়েও গিয়েছে। সেই হারিয়ে যাওয়ার তালিকায় একটি নাম হল, অভিনেত্রী তিলোত্তমা দত্ত (Tilottama Dutt)।
মনে পড়েছে তাঁকে? যদি নাও মনে পড়ে, তাঁর পরিচয় তুলে ধরলে সিরিয়াল প্রেমীদের মনে পড়তে বাধ্য। কারণে এককালে রীতিমতো ছেলেদের হার্টথ্রব ও বাংলা ধারাবাহিকের বেশ জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন অভিনেত্রী। তাবড় তাবড় অভিনেতাদের বিপরীতে টেলিভিশনের পর্দায় অভিনয় করেছেন। এককালে তাঁদের সঙ্গে সমান তাকে কাজ করলেও, আজ সেই অভিনেতারা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে পারলেও যেন হারিয়ে গিয়েছেন অভিনেত্রী।
তিনি আর কেউ নন স্টার জলসার এককালের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক “তোমার জন্য” ধারাবাহিকের নায়িকা। ২০১৩ সালে স্টার জলসায় এই ত্রিকোণ প্রেমের ধারাবাহিকটি শুরু হয়। তখন ত্রিকোণ প্রেমের একটি ক্রেজ তৈরি করে দিয়েছিল আদি-আকাশ-পাখির এই জুটি। পাখি চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী তিলোত্তমা দত্তকে। আর ওদিকে নায়ক আকাশ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু। যাঁকে এই বর্তমানে “গুড্ডি” ধারাবাহিকে দেখা যাচ্ছে।
মূলত এই ধারাবাহিকের মাধ্যমেই টেলিভিশন জগতে ডেবিউ করেন তিনি। তারপর তাঁকে দেখা যায় এই মুহূর্তে বাংলার অন্যতম বড় মাপের অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে একটি ধারাবাহিকে। আর সেই ধারাবাহিকের পরই জনপ্রিয়তার শিখর ছুঁয়ে ফেলেছিলেন অভিনেত্রী। জি বাংলার সেই ধারাবহিকের নাম “কনকাঞ্জলি”।
তারপর আরও একটি শর্ট ফিল্ম, “Un-fair-y” – তে দেখা যায় তাঁকে। কিন্তু তারপর কোথায় এখন সেই অভিনেত্রী? ঋত্বিক চক্রবর্তীর কথা বলতে দরকার লাগে না। ওইদিকে তাঁর সহ অভিনেতা রণজয় বিষ্ণু এই মুহূর্তে টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। ছোটপর্দা-বড়পর্দা মিলিয়ে চুটিয়ে কাজ করছেন। কিন্তু এখন নায়িকা কোথায়? আর কাজ করেন না কেন তিনি টেলি পর্দায়? এর উত্তর যদিও কারোর জানা নেই।
-
Tollywood12 months ago
তৃণা সাহার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ অভিষেক-পত্নীর! ‘এবার বাড়াবাড়ি করছেন’, সংযুক্তাকে দুষছে নেটপাড়া
-
Tollywood4 months ago
Aparajita Adhya: শাড়ি এখন অতীত, খোলামেলা পোশাকে লক্ষ্মী কাকিমা হয়ে উঠলো ল্যাক্স! অপরাজিতা আঢ়্যর ছবি দেখে ঢোক গিললো ভক্তরা
-
Bangla Serial10 months ago
মিঠাই ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী!চলে গেলেন অন্য চ্যানেলের ধারাবাহিকে, মন খারাপ মিঠাই ভক্তদের
-
Bangla Serial10 months ago
নিজের বোনকে বিয়ে করে নিয়েছে মোদক পরিবারের ছোট ছেলে! তবুও সিডি বয়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলল ওমি আগারওয়াল, ভাইরাল তার সোশ্যাল মিডিয়া বার্তা
-
Tollywood10 months ago
অবশেষে গ্রেফতার হলেন মৃত অভিনেত্রী পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী
-
Bangla Serial8 months ago
Mithai: মিঠাই শেষ হচ্ছে আগামী ২৮শে আগস্ট রাত আটটায়, পোস্টে পোস্টে ছয়লাপ ফেসবুক! মুখ খুললেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস, সত্যিটা করলেন স্বীকার
-
Bangla Serial10 months ago
‘যে যা ভাবছে ভাবুক, আমার সঙ্গে আদৃতের সম্পর্ক নিয়ে কিছু বলার নেই’, এবার সিডি বয়-মিঠাইয়ের ঝগড়া নিয়ে মুখ খুলল সৌমিতৃষা!আদৃতের সঙ্গে যে তার কথা বন্ধ ঘুরিয়ে জানাল সেটা
-
Bangla Serial12 months ago
বছরের-পর-বছর অভিষেককে বাদ দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! ‘এখন তাদের থেকে টাকা নেব আমি?’, মিথ্যা অভিযোগ ঘিরে সরব অভিষেকের স্ত্রী সংযুক্তা!