Adrit Roy: ওমি তো আর নেই, দুঃখে সেনাবাহিনীতে নাম লেখালেন আদৃত রয়! এবার দেশের শত্রু করবেন নিকেশ, ভাইরাল সেনা পোশাকে আদৃতের ভিডিও – Tolly Tales
Connect with us

Bangla Serial

Adrit Roy: ওমি তো আর নেই, দুঃখে সেনাবাহিনীতে নাম লেখালেন আদৃত রয়! এবার দেশের শত্রু করবেন নিকেশ, ভাইরাল সেনা পোশাকে আদৃতের ভিডিও

Published

on

আমরা সকলেই জানি আগামীকাল কী এপিসোড হতে চলেছে মিঠাইতে যারা একটু সোশ্যাল মিডিয়ায় থাকি তারাই। মিঠাই ধারাবাহিকের চলতি বছরের বোধহয় সবথেকে টানটান উত্তেজনা মূলক গল্প এখন দেখানো হচ্ছে। ৩-৪ দিন ধরে প্রচন্ড টেনশন চলছে মিঠাই পরিবার এবং তাদের ভক্তদের মধ্যে।

অবশেষে আগামীকাল ওমির মৃত্যু হবে সেই দৃশ্যটা আগাম দেখে মানুষ অনেক দুঃখ পাচ্ছে। সাধারণত ভিলেন চরিত্রকে মানুষ ঘেন্না করে। কিন্তু মিঠাই ভক্তরা আলাদা ধরনের তাই এখানে ভিলেনকেও তার অভিনয়ের জন্য কুর্নিশ জানানো হচ্ছে। আর অনেকেরই মন খারাপ ওমি আগারওয়ালকে আর পর্দায় দেখতে পাবেন না বলে। এটা বাংলা ধারাবাহিকের ইতিহাসের বোধহয় প্রথম হল যেখানে আলাদা করে ভিলেনকে নিয়ে পোস্ট করছেন মিঠাই ভক্তরা। ‌

Mithai TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5

অনেকেই বলছেন যে মিঠাই তো তো আর দেখানোর মতো কোনো গল্প বেঁচে রইল না সেটা নয় অনেক আছে গল্প এখন দেখানোর। সোম আর তোর্সার মধ্যে মিল দেখাতে হবে, সমরেশকে সিডের বাবা বলে ডাক দেখাতে হবে। আরো প্রচুর গল্প আছে। ওমির দাদা ফিরে এসে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে আবার পিংকি নেগেটিভ হয়ে যেতে পারে। যখন যা খুশি হয়ে যেতে পারে।

তবে এবার নিজের ছোটবেলার বন্ধু পরবর্তীকালে শত্রুর মৃত্যুতে ভেঙে পড়েছেন উচ্ছেবাবু? সেজন্যে দুঃখ পেয়ে মিষ্টির ব্যবসা ছেড়ে চলে গেলেন সেনাবাহিনীতে নাম লেখাতে। গতকাল থেকে জওয়ানের পোশাক পরা সিডের বেশ কিছু ছবি আর ভিডিও ভাইরাল হয়েছে। অনেকেই মনে করছেন হয়তো মিঠাইতে বড়সড়ো টুইস্ট আসবে।

আসলে এগুলো একদম নয়। এগুলো আদৃতের পুরনো ছবি, খুব সম্ভবত পাসওয়ার্ড সিনেমায় তার অভিনীত চরিত্রের ছবি আর ভিডিও এগুলো। গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই ছবিগুলো ভাইরাল হয়েছিল।

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

Trending