Connect with us

    Bangla Serial

    Shweta Rubel: জুঁই আর সৃজন এবার একসঙ্গে! মাঝপথেই জি বাংলা ছেড়ে এবার নতুন লুকে ধরা দেবে শ্বেতা ও রুবেল? শুরু জল্পনা

    Published

    on

    Bengali Serial, Zee Bangla, Neem phuler madhu, Sohag Jol, Dance Bangla Dance, Shweta Bhattacharya, Rubel Das, বাংলা সিরিয়াল, জি বাংলা, নিম ফুলের মধু, সোহাগ জল, ডান্স বাংলা ডান্স, শ্বেতা ভট্টাচার্য, রুবেল দাস

    বর্তমানে টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি শ্বেতা ও রুবেল। ধারাবাহিকের সেট থেকেই তাঁদের প্রেমের শুরু। অনস্ক্রিনে জুটি বেঁধেছিলেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস, সেখান থেকেই কবে বাস্তবে রূপ নেয়, তা তাঁরা নিজেরাই বুঝতে পারেননি। মাঝেমাঝেই তাঁদের একসাথে প্রেমের ছবি চোখে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

    নিজেদের প্রেম নিয়ে কখনও লোকাননি তাঁরা। এক সাক্ষাৎকারে শ্বেতা জানিয়েছিলেন, তাঁদের প্রেমের ঘটক তাঁর মা-বাবাই। রুবেলের প্রেমে সম্মতি জানানোর আগেই নায়িকার মা-বাবার পছন্দের পাত্র ছিলেন রুবেল। তবে প্রথম দিকে এই সম্পর্কটাকে লাইমলাইটের আড়ালেই রাখতে চেয়েছিলেন তাঁরা।

    তা যদিও সম্ভব হয়নি। ‘সোহাগ জল’ ধারাবাহিকে নায়িকা জুঁই-এর রোলে রয়েছেন শ্বেতা। অন্যদিকে ‘নিম ফুলের মধু’তে নায়কের চরিত্রে অভিনয় করছেন রুবেল। কাজের চেইপ দুজনের একসঙ্গে ধারাবাহিক করা সম্ভবই হচ্ছিল না। তবে এবার শোনা যাচ্ছে এই যুগলের নতুন ধারাবাহিক আসতে চলেছে।

    তবে নায়কের রোলে থাকাকালীন একসঙ্গে ডবল নায়কের রোল প্লে করা অসম্ভব। তবে কি রুবেল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছে? কোন ধারাবাহিকে আসতে চলেছেন তাঁরা? প্রশ্ন রয়েছে অনেকেরই মনে। তবে ধারাবাহিক নয়, ডিবিডি অর্থাৎ ডান্স বাংলা ডান্সে আবার আসছেন স্বেতা-রুবেল। পেন্ডিং শুটিং এবার সম্পন্ন করবে রুবেল। শ্বেতার শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে।

    উল্লেখ্য, তাঁদের সম্পর্ক নিয়ে পরিবারের সকলেই খুব খুশি। মাঝেমাঝেই একসঙ্গে তাঁরা ঘুরতেও যান। সব ঠিকঠাক থাকলে ২০২৪ সালেই সাত পাকে বাঁধা পড়বেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, তাঁরা দু’জনেই নিজেদের সিরিয়াল নিয়ে ব্যস্ত। এক দিকে শ্বেতাকে দর্শক দেখছেন ‘সোহাগ জল’ সিরিয়ালে। রুবেল ব্যস্ত ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের শুটিং নিয়ে।

    Trending