Bangla Serial
Mithai: মিঠি’র পর এন্ট্রি নিল আরেক ‘মিঠাই’! ‘মামাতো বোন তো বোকার স্বর্গে বাস করছে’- Troll করছে নেটিজেন

বাংলা জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হল ‘মিঠাই’। দর্শকদের বিচারে একাধিকবার বেঙ্গল টপার তকমা পেয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে মিঠাই-এর চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু এবং উচ্ছেবাবুর চরিত্রে রয়েছেন আদৃত রায়। তবে ধারাবাহিকে বর্তমানে মিঠাই-এর মৃত্যু হয়েছে, এর পরিবর্তে এসেছে ‘মিঠি’, যাকে হুবহু মিঠাই-এর মতোই দেখতে। অর্থাৎ এই চরিত্রেও অভিনয় করছেন সৌমিতৃষাই। এবার এসেছে গল্পে নতুন মোড়।
এদিকে মিঠাই মৃত্যু রহস্যের সমাধান করতে গিয়ে মিঠিকে গুলি খেয়ে নার্সিংহোমে ভর্তি হতে হয়। মিঠি নার্সিংহোমে ভর্তি হলে সিদ্ধার্থ কিছুটা দুর্বল হয়ে পড়ে মিঠির প্রতি। এদিকে হুবহু মিঠাই এর মতো শাড়ি পরে, চুল বেঁধে মনোহরা মনোহরা বলে একটা মেয়ে মিষ্টি বিক্রি করতে যায়। বহুদিন পর মিঠাই-এর মতো গলা শুনে সিদ্ধার্থ-এর মনে হয় যে মিঠাই বেঁচে আছে।
উল্লেখ্য, মিঠাই -এর মৃত্যুর পর যদিও তার যদি পাওয়া যায়নি। তাই মিঠিকে দেখে অনেকেরই মনে হয়েছিল, মিঠি হয়তো মিঠাই। আর তারপরই আরেকজনের উদয়। সম্প্রতি মিঠাই ধারাবাহিকের অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার একজনের সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তার গেট আপ দেখে মনে হচ্ছে যে সেই নকল ‘মিঠাই’। সেই পোস্ট দেখে সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন, ‘এটাই নকল মিঠাই বলে মনে হচ্ছে’।
অন্যদিকে মিঠাই এর মত আরেকজনকে নিয়ে এসেছে দেখে সৌমিকে কেউ কেউ বুদ্ধিহীন বলছেন আবার সেই বুদ্ধির তারিফও করছেন। সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন, “এই মামাতো বোনটা একদিক থেকে ঠিকই করছে- এতে অন্তত সিড উপলদ্ধি করছে মিঠাই বেঁচে থাকতে পারে…কারণ সিড মিঠাইয়ের ডেডবডি দেখেনিই আর সেই গোডাউনে কতজন ছিল সেটাও জানে না…”
আবার এরপর আরও লেখেন, “এতবছর পরে ওই মামাতো বোনের কারণেই তো সিড সেটা উপলদ্ধি করতেছে তবে মামাতো বোন বড্ড বোকা…যেখানে সিডের মনে মিঠাই ছাড়া আর কেউ নেই, মিঠাইয়ের মতো হুবহু চেহারার মিঠিও তার মনে এতটুক জায়গা নিতে পারেনি সেখানে ওই মামাতো বোন তো বোকার স্বর্গে বাস করছে”।
- Tollywood12 months ago
তৃণা সাহার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ অভিষেক-পত্নীর! ‘এবার বাড়াবাড়ি করছেন’, সংযুক্তাকে দুষছে নেটপাড়া
- Bangla Serial4 days ago
Sweta Bhattacharya Sister: সোহাগ জলের জুঁইয়ের রয়েছে এক সুন্দরী, মিষ্টি দিদি! তিনিও অভিনেত্রী! এতদিন সম্পর্ক জানত না কেউ
- Bangla Serial4 days ago
Koushambi Boyfriend: আদৃত নয়, “দিদিয়া” কৌশাম্বির বয়ফ্রেন্ড তো অন্য কেউ! আদৃতের “জামাইবাবু”র ছবি ভাইরাল, দেখুন আপনিও
- Tollywood5 months ago
Aparajita Adhya: শাড়ি এখন অতীত, খোলামেলা পোশাকে লক্ষ্মী কাকিমা হয়ে উঠলো ল্যাক্স! অপরাজিতা আঢ়্যর ছবি দেখে ঢোক গিললো ভক্তরা
- Bangla Serial5 days ago
Sudipta Banerjee: মাত্র ২২০০ টাকাও মেটাতে পারেনি পর্দার ‘বেনী বৌদি’, দাদা হন্যে হয়ে ঘুরেছে চাকরির জন্যে! সুদীপ্তার স্ট্রাগল শুনলে চোখ ভিজবে আপনারও
- Bangla Serial4 weeks ago
Actor Death: শোকস্তব্ধ দিতিপ্রিয়া! মাত্র ৪০ বছর বয়সেই মারা গেলেন রানী রাসমণি খ্যাত জনপ্রিয় অভিনেতা
- Bangla Serial10 months ago
মিঠাই ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী!চলে গেলেন অন্য চ্যানেলের ধারাবাহিকে, মন খারাপ মিঠাই ভক্তদের
- Bangla Serial10 months ago
নিজের বোনকে বিয়ে করে নিয়েছে মোদক পরিবারের ছোট ছেলে! তবুও সিডি বয়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলল ওমি আগারওয়াল, ভাইরাল তার সোশ্যাল মিডিয়া বার্তা