Connect with us

    Bangla Serial

    Ananya Guha: উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোলো মিঠাইয়ের ‘পিংকিজি’র! অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও ব্যাপক! চমকে যাবেন তাঁর নম্বর শুনে

    Published

    on

    বুধবার প্রকাশ্যে এল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। চলতি বছরে বারো ক্লাসের পরীক্ষা দিয়েছিলেন টলিউড অভিনেত্রী অনন্যা গুহ। অভিনয় এবং পড়াশোনা- দুটোই ছিল তাঁর জীবনে গুরুত্বপূর্ণ। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী। খুব অল্প বয়সেই অভিনয় জগতে কেরিয়ার গড়ে ছিলেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গিয়েছেন তিনি।

    কত পেলেন উচ্চমাধ্যমিকে অনন্যা? অনন্যা শিয়ালদহের লোরেটো স্কুলের ছাত্রী। একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে ভূগোল, বাংলা, ইংরেজি, সমাজবিদ্যা, কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন।এ বছর তাঁর উচ্চমাধ্যমিকের ফলাফল নিয়ে বেশ উৎসাহী ছিলেন নেটিজেনরা। তাঁকে কখনও ‘মুন্নি’, কখনও আবার ‘পিঙ্কি ভাবি’ বলে চিনেছি। নিজেই নিজের ফলাফল জানালেন অভিনেত্রী। তিনি বলেন, ‘খুব খারাপ রেজ়াল্ট করিনি। ৭৫% পেয়ে পাশ করেছি উচ্চ মাধ্যমিকে।’

    তাঁকে প্রশ্ন করা হয়, সারাদিন শুটিংয়ের পর কখন পড়াশোনা করতেন অনন্যা? অভিনেত্রী জানান, ‘শুটিংয়ের ফাঁকে যখনই সময় পেতেন, বই খুলে সব পড়া ঝালিয়ে নিতেন’। এমনকি তিনি এও বলেন, “পরীক্ষা দেওয়ার সময়ও আমার কোনও চিন্তা ছিল না। আজও সকাল থেকে তেমন ভাবে কোনও দুশ্চিন্তা হয়নি। ভালই হবে আাশা করেছিলাম। পরবর্তী কালে মিডিয়া সায়েন্স নিয়ে পড়াশোনার ইচ্ছে আছে। সব প্রক্রিয় আগামী কাল শুরু হয়ে যাবে।”

    উল্লেখ্য, অনন্যার দিদি অলকানন্দাও অভিনয় করেন। দিদি এবং বোন দু’জনেই চলচিত্র দুনিয়ায় বর্তমানে পরিচিত মুখ দর্শক মহলে। তবে, ছোট বোন একটু বেশি ইনস্টগ্রামে সক্রিয় থাকেন। তাঁর অনেক রিল ভিডিও প্রায়ই দেখা যায়। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই একটি সম্পর্কেও জড়িয়েছেন অনন্যা। ‘কৃষ্ণকলি’র মুন্নি চরিত্র দিয়ে তিনি প্রথম শিশুশিল্পী হিসেবে জায়গা করে নিয়েছিলেন দর্শক মনে। তারপর একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি।

    মিঠাইতে তাঁকে পিঙ্কিজি হিসেবে দেখা মিলেছে। কাজ করেছেন লক্ষ্মী কাকিমা সুপারস্টারে-ও। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে। অভিনেতা সুকান্ত কুন্ডুর সঙ্গে তিনি প্রেম করছেন বলে জানা গিয়েছে। যদিও অনন্যা নিজে সেই প্রেম নিয়ে তেমন ভাবে কিছু প্রকাশ্যে বলেননি। তবে মাঝেমাঝেই তাঁদের একসঙ্গে রিল ভিডিও দেখা যায়। অনন্যার ফলপ্রকাশের পর ইনস্টাগ্রামেই সুকান্ত শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘অনন্যার সৌন্দর্যের সঙ্গে রয়েছে তীক্ষ্ণ বুদ্ধিও।’

    Trending