Connect with us

  Bangla Serial

  দেওর জয় জড়িয়ে ধরেছে কোমর! উর্মির বরের সঙ্গে তুমুল নাচ জুড়ল শান্তশিষ্ট দীপা

  Published

  on

  স্টার জলসায় নতুন শুরু হওয়া ধারাবাহিক অনুরাগের ছোঁয়া খুব কম সময়ের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। ধারাবাহিকে মুখ্য চরিত্রে। অভিনয় করা দীপা ওরফে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং সূর্যর চরিত্রে অভিনয় করা দিব্যজ্যোতি দত্তের কেমিস্ট্রি ভালো লেগেছে দর্শকদের। এর ফলাফল হিসেবে টিআরপি রেটিংয়ে ভালো স্থানে রয়েছে এই ধারাবাহিকটি।

  পাশাপাশি এই দুই নায়ক-নায়িকা সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয়। মাঝে মাঝে নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি বা ভিডিও পোস্ট করে থাকেন তাঁরা। সেগুলি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। এবার এমনই একটি পোস্ট করে ভাইরাল হলেন অভিনেত্রী স্বস্তিকা। কী করলেন তিনি?

  আসলে পর্দায় দীপাকে সবসময় শান্তশিষ্ট চরিত্রে দেখা যায়। কিন্তু এবার তার থেকে একেবারে অন্যভাবে নিজেকে ধরা দিলেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন স্বস্তিকা। সেই ভিডিওতে একেবারে অন্য লুক দেখা গেল নায়িকার।

  স্বস্তিকা একটি নাচের ভিডিও শেয়ার করেছেন। এটি একটি রিল ভিডিও। সেই ভিডিওটি আবার শেয়ার করেছেন এই ধারাবাহিকেরই আরেক অভিনেতা প্রারব্ধী সিংহ। তিনি এই ধারাবাহিকে সূর্যের ভাই জয় অর্থাৎ দীপার দেওরের চরিত্রে অভিনয় করছেন। দুজনেই রয়েছেন এই ভিডিওতে।

  গলত বাত হিন্দি গানে দুজন মিলে নাচ করেছেন। এই দুজনের সঙ্গে রয়েছেন ভিলেন মিশকা ওরফে অহনা দত্ত। দুজনের কোমর জড়িয়ে নাচ করলেন দিব্যজ্যোতি। মাঝখানে তিনি আর দুই পাশে দুই নায়িকাকে নিয়ে নাচ করলেন। মজার ছলে ভিডিওটি করা আর সেটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল।

  Trending