Connect with us

Bangla Serial

Mithai: আজ রুদ্রদা’র গালে চুমু খাবে নীপা, দেখে স্তম্ভিত সিধাই ভক্তরা! ‘সিধাই এটা করতে পারলো না পরশু, শুধু লেপ্টে যাওয়া সিঁদুর দেখিয়েই কাজ শেষ?’, সৌমি-আদৃতের ব্যক্তিগত আক্রোশ আবার ফুটে উঠল মিঠাইয়ের স্ক্রিনে

Published

on

জি বাংলার মিঠাই রানী আর উচ্ছে বাবুর রসায়ন নিয়ে ভক্তদের উত্তেজনা শেষ হচ্ছে না। তাদের বরাবর একসঙ্গে ভালোবাসায় থাকতে দেখতে চেয়েছে ভক্তরা। দুজনের ঝগড়া, খুনসুটি বা ভালোবাসা সবই দর্শকদের খুব ভালো লাগে। তাই তারা চায় আরো বেশি বেশি করে যেনো এই দৃশ্যই দেখানো হয়।

‘মিঠাই’তে এখন হালুম পর্ব চলছে। তাই তার বাবা মায়ের খোঁজ করতে গিয়ে মিঠাই রানী আর উচ্ছে বাবুর সিধাই মুমেন্ট হারিয়ে গেছে এই মুহূর্তে। তাতে একেবারেই খুশি নয় ভক্তরা। এর আগে এমন অনেক সুন্দর মুহূর্তের সাক্ষী থেকেছে তারা কিন্তু এই মুহূর্তে ওই বাচ্চা ছেলেটির জন্য দুজনের মধ্যে কাট কেমিস্ট্রি উধাও হয়ে গেছে।


শুধু ভক্তরা নয় মোদক পরিবারের সদস্যরাও চাইছে এবার একটা সুখবর দিক মিঠাই-সিড দুজন মিলে। কিন্তু কোথায় সেই সুখবর? আর কত দিনের জন্য অপেক্ষা করতে হবে ভক্তদের সেই সুখবর পেতে গেলে? এবার তাদের রাগ বাড়ছে। আসলে এই ধারাবাহিক অন্যতম এক সিরিয়াল যেখানে সাংসারিক ঝামেলা অশান্তি একেবারেই দেখানো হয় না। তাই প্রথম থেকেই মুখ্য দুই চরিত্র এবং পাশাপাশি অন্যান্য চরিত্রগুলির উপর বেশি করে ফোকাস করা হয়েছে। তবে সবথেকে বেশি হাইপ পেয়েছে সিধাই জুটি।

এদিকে আজকে এমন এক দৃশ্য দেখানো হবে যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। দেখা গেছে পুলিশ অফিসার রুদ্রকে চুমু খাবে তার বাচ্চা স্ত্রী আর মোদক পরিবারের মেয়ে নিপা। সেটা নিয়ে অনেকেই রীতিমত রেগে গেছে। তাদের দাবি অন্য।


দর্শকদের মধ্যে অনেকেই বলছে যে সিড-মিঠাইয়ের ক্ষেত্রে এরকম একটা দৃশ্য রাখতে পারতো সিরিয়াল নির্মাতারা। যখন এরকম দৃশ্য চাওয়া হয় তখন বলা হয় যে এসব পরিবারের সামনে দেখানো যাবে না বলে দেখানো হয় না কিন্তু এখন নিপা-রুদ্র কী করে পারলো করতে? এটাই তাদের প্রশ্ন। অনেকেই বলবে ছেলেমানুষি কিন্তু ছেলেমানুষি তাহলে মিঠাইও করতে পারতো। মিঠাই তো সিরিয়ালে নিপার থেকে বয়সে আবার ছোট। ব্যক্তিগত আক্রোশ সিরিয়ালে তো চলেই আসলো।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending