Bangla Serial

Aay Tobe Sohochori: বাবা-ছেলে সকলে, ধারাবাহিকে শুধু বিয়ের বন্যা বয়ে যাচ্ছে! “আয় তবে সহচরী” থেকে “আয় তবে বিয়ে করি” নাম দিলে ভালো হতো, বলছে দর্শক

আজকাল বিনোদন প্রিয় বাঙালি দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে বাংলা ধারাবাহিকে গতি এসেছে। তাই বাংলা ধারাবাহিকে জোয়ার আসার ফলে এসেছে একরাশ নতুন ধারাবাহিক। তার ফলে বিভিন্ন ধরনের গল্প দেখতে পাচ্ছে দর্শক।

একটা সময় ছিল যখন বাংলা ধারাবাহিকে সামাজিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে গল্প দেখানো হত। কিন্তু এখন তার থেকে অনেকটা সরে এসেছে ধারাবাহিকের গল্প এবং প্লট ফলে এখন শুধুমাত্র সামাজিক বিষয় নয় পাশাপাশি পারিপার্শ্বিক বেশ কিছু বিষয় দেখানো হচ্ছে।

সিরিয়াল মানে সেখানে নারী কেন্দ্রিক চরিত্র বেশি থাকে। এক্ষেত্রে যে সিরিয়ালের কথা না বললেই নয় সেটি হল স্টার জলসায় সম্প্রচারিত হওয়া সিরিয়াল আয় তবে সহচরী।

শাশুড়ি এবং বৌমার বন্ধুত্বের সম্পর্ক দেখানো হয়েছে এই ধারাবাহিকে। পাশাপাশি বৌমার প্রভাবে শাশুড়ি নিজের স্বাধীনতা অর্জন করে এবং তারপর কাজের জগতে নিজেকে প্রতিষ্ঠা করে। একেবারে অন্য ধরনের গল্প হওয়ায় দর্শকরা খুব তাড়াতাড়ি এই ধারাবাহিকের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল।

সহচরি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি। অভিনেত্রী নিজে একজন পোড়খাওয়া টলিউড অভিনেত্রী। তাই বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও যে এভাবে নিজের কৃতিত্ব দেখাতে পারবেন সেটা বলাই বাহুল্য।

তবে মাঝখানে ধারাবাহিকের প্রতি দর্শকদের বিতৃষ্ণা এসে গিয়েছিল কারণ তারা মনে করছিল একেবারে অন্য ধরনের গল্প চলে এসেছে এর মধ্যে। কারণ সমরেশের পরকীয়া দেখানো হচ্ছিল খুব বেশি করে। ফলে আসল গল্প থেকে অনেকটাই সরে গিয়েছিল তখন গল্প। দর্শকদের দাবির কথা মাথায় রেখে পরবর্তীকালে টিআরপির উপর যাতে প্রভাব না পড়ে সেই কারণে আবার সহচরির উপর ফোকাস করা হয় গল্পে।

কিন্তু বর্তমানে যা দেখানো হচ্ছে তাতে আবার বিরক্ত হয়ে গিয়েছে এই ধারাবাহিকের দর্শকরা। প্রথমে বাবার বিয়ে নিয়ে ঝামেলা হল একচোট আর এবার আবার ছেলের বিয়ে নিয়ে নাটক চলছে। তাই বিরক্ত হয়ে ওঠা দর্শকরা দাবি করছে এটা আয় তবে সহচরী নয় আয় তবে বিয়ে করি নাম দেওয়া উচিত ছিল।

Pabitra