Connect with us

Bangla Serial

Sohag Jol: এক দেওরের সঙ্গে ফষ্টিনষ্টি করে প্রেগন্যান্ট, আরেক দেওরের সঙ্গে ফুলশয্যা! “প্রেগন্যান্ট হয়েও যে ফুলশয্যা করা যায় সোহাগ জল না দেখলে জানতাম না”, হচ্ছে তুমুল Troll

Published

on

sohag jol

বাংলা টেলিভিশনে এই মুহূর্তে যে সকল নতুন ধারাবাহিক শুরু হয়েছে তার মধ্যে অন্যতম হলো ‘সোহাগ জল’। কয়েক সপ্তাহ হয়েছে সবে এই ধারাবাহিক টিভির পর্দায় শুরু হয়েছে। দর্শকরা এই ধারাবাহিকে একটি নতুন জুটি দেখতে পাচ্ছে ‘যমুনা ঢাকি’ খ্যাত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং ‘গ্রামের রানী বীণাপাণি’ খ্যাত অভিনেতা হানি বাফনাকে।

সোহাগ জল একেবারেই নতুন ধরনের গল্প নিয়ে শুরু হয়েছে টিভির পর্দায়। ধারাবাহিক শুরুর প্রথমেই নায়ক শুভ্রর সাথে নায়িকা জুঁইএর বাড়ি থেকে বিয়ের ঠিক করে। সেই অনুযায়ী তাদের বিয়ে হয়। কিন্তু শুভ্র জুঁইকে কিছুতেই মেনে নিতে পারছিল না তার কারণ জুঁইয়ের দাদা শুভ্রকে ঠকিয়ে পালিয়ে গেছে আর সে ভাবতো এসব কিছুর মধ্যে জুঁইও জড়িত রয়েছে এই নিয়ে এখন গল্প এগিয়ে চলছিল।

কিন্তু সম্প্রতি গল্পের মোড় ঘুরেছে, প্রথমে যেখানে দেখা গিয়েছিল বিয়ের পরে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার আবার ভালোবাসা কী করে ফিরে আসে সেটা দেখার গল্প দেখানো হবে এই ধারাবাহিকে। জুঁই তার কথামতো বাড়ি ছেড়ে চলে গেছে এবং শুভ্রর জীবন থেকেও। কিন্তু শুভ্র চাইছে জুঁই যেন আর না ছেড়ে যায়। আবার উল্টোদিকে দেখা গেছে শুভ্রর বিধবা বৌদি অন্তঃসত্তা। প্রথম থেকে দেখানো হয়েছিল তার বৌদির একটা দুর্বল অনুভূতি রয়েছে শুভ্রর জন্য। কিন্তু এবার দেখা গেল শুভ্রর অন্য এক দাদার বাচ্চা রয়েছে তার বেনী বৌদির গর্ভে।

কিন্তু এবার সে জোর করে শুভ্রর বউ হতে চাইছে যার জন্য নিজে নিজে সিঁদুর পরে ওই লোককে বলেছে যে সে শুভ্রর হাত থেকে তার মাথায় সিঁদুর পড়ে গেছে। আর এই কথা শুনে জুঁইও কষ্ট পেয়েছে এবং সে এখন বেণী ও শুভ্রর বিয়ের তোড়জোড় করছে। সম্প্রতি একটি পর্বে দেখা গেছে বেনী এবং শুভ্র ফুলশয্যার খাট সাজাচ্ছে জুঁই। যার জন্য শুভ্র তার ওপর রাগ করছে।

আর এই দেখে দর্শকরা কটাক্ষ শুরু করেছে এই ধারাবাহিকের গল্পের সোশ্যাল মিডিয়াতে। একজনের বক্তব্য গর্ভবতী অবস্থায় কি করে আবার একবার ফুলশয্যা করবে বেণী! প্রথম থেকেই প’র’কী’য়া দেখানোর জন্য এই ধারাবাহিক নিয়ে নানারকম সমালোচনা হয়েছে দর্শক মহলে আবার একবার এই ধারাবাহিক দর্শকদের ট্রোলের শিকার।

Trending