Connect with us

Bangla Serial

Mithai: প্রমোতে বারবার মিঠাইকে দেখিয়ে দর্শকদের আবেগকে নিয়ে ব্যবসা করছেন জি বাংলা! ‘মিঠাই’ ধারাবাহিকের গল্পে বারবার মিঠাই বেশে মিঠিকে দেখে বিরক্ত দর্শক

Published

on

বর্তমানে জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। তবে দীর্ঘ দুই বছর ধরে এই ধারাবাহিক যেভাবে দর্শকের মন জয় করে এসেছে বর্তমানে সেটা আর করতে পারছে না। আর তার প্রভাব পড়ছে টিআরপি তালিকাতে। এমনটা আমরা বেশ কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি। কিন্তু তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়াতে মিঠাই ভক্তরা সব সময় এই ধারাবাহিককে নিয়ে ভালো কথা বলে এসেছে। তবে এবার সেটাও বদলে যাচ্ছে।

কারণ সম্প্রতি ধারাবাহিকে মিঠি আর মিঠাইকে নিয়ে দর্শকরা বেশ দোটানাতে রয়েছে। আর দর্শকরা মনে করছে এটারই সুযোগ নিচ্ছেন লেখিকা এবং ধারাবাহিক নির্মাতারা। প্রসঙ্গত যবে থেকে মিঠি এসেছে, তবে থেকে ধারাবাহিকের প্রমো আসছে মিঠাইকে দেখিয়ে কিন্তু আদতে যেটা ঘটছে সেটা দেখে দর্শক নিরাশ হচ্ছে।

দর্শকদের মতে এটা শুরু হয়েছে যবে থেকে সিদ্ধার্থ এবং মিঠির বিয়ের প্রমো সামনে এসেছে। সেই প্রমো দেখে মিঠাই ভক্তরা ভেবেছিল মিঠি আসলে মিঠাই যার জন্য সিদ্ধার্থের সঙ্গে তার বিয়ে হবে, আর সেই সময় তার সবকিছু মনে পড়ে যাবে। কিন্তু সেটা ঘটেনি। তারপরে দেখানো হলো একটি প্রমোতে শাক্য বড়দিনের দিন সান্তার কাছে গিফট চাইছে তার মাকে ফিরে পাওয়ার। আর তখনই মিঠাই এলো শাক্যের কাছে, কিন্তু যখন পর্ব দেখানো হলো তখন দেখা গেল মিঠি মিঠাই সেজে এসছে।

তারপরের একটি প্রমোতে দেখা গেল যেখানে মিঠাই পুড়ে মারা গেছিল সেখানে সিদ্ধার্থ গিয়েছে এবং সিদ্ধার্থের সামনে মিঠাই এসে হাজির হয়েছে। তখনও সবাই ভাবল যে এবার মিঠাই ফিরবে, কিন্তু পর্ব যখন দেখানো হলো তখন দেখা গেল মিঠাইয়ের খুনিদের ধরতে মিঠি মিঠাই সেজে এসেছে। আর সেটা দেখেও দর্শক হতাশ হলো।

এইভাবে বেশ কয়েকবার মিঠাইয়ের প্রমো দেখেও আদতে মিঠি বারবার মিঠাই সাজে, এমনটাই দেখাচ্ছে ধারাবাহিকে। আর সম্প্রতি আবার দেখানো হয়েছে যে মিঠাই ফিরে এসেছে। কিন্তু তাকে পিছন থেকে দেখানো হচ্ছে। কিন্তু বারবার মিঠাইয়ের টানেই দর্শকরা এই ধারাবাহিককে দেখছে। আর এখন সেটাই দর্শকদের ক্ষোভের কারণ হচ্ছে। এবার তাদের মতে মিঠাইয়ের ইমোশনটা কাজে লাগিয়ে ধারাবাহিক কর্তৃপক্ষ ব্যবসা করছে। দর্শকরা মিঠাই ফিরে আসার অপেক্ষা করে বারবার এই ধারাবাহিক দেখছে কিন্তু লেখিকা তাদেরকে হতাশ করছে।

Trending