Bangla Serial
Mithai: মিঠি এবং মিঠাই দুটোতেই সাবলীল সৌমিতৃষা! এক মা মেয়েকে পাগলের মতো খুঁজছে আরেকজন মা না হয়েও মাতৃস্নেহে আগলে রেখেছে! প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা

দীর্ঘ দুই বছর ধরে জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে তার বিপরীতে অভিনয় করে অভিনেতা আদৃত রায়। তবে এখন ধারাবাহিকে সৌমিতৃষাকে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে একটি মিঠাইয়ের চরিত্র এবং অন্যটি মিঠির চরিত্র।
জানিয়ে বর্তমানে দর্শকমহলে অত্যন্ত প্রশংসা হচ্ছে অভিনেত্রীর। দুটো একেবারে ভিন্ন ধর্মী চরিত্রকে তিনি নিজের অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলছেন। তবে সম্প্রতি সেই অভিনয়টা আরো বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। একদিকে মিঠাইয়ের চরিত্র যে তার মেয়েকে কেন্দ্র করেই বেঁচে রয়েছে এবং অতীতের সব কিছু ভুলে গেছে। আর অন্যদিকে মিঠির চরিত্র যেটি অত্যন্ত প্রাণোচ্ছল এবং বুদ্ধিমতির চরিত্র।
তবে সম্প্রতি একটি পর্বে দেখা গেছে মিঠাই মিষ্টির থেকে দূরে রয়েছে যার জন্য সে রীতিমতো পাগলের মত নিজের মেয়েকে খুঁজছে। আর অন্যদিকে রয়েছে তার মেয়ে মিঠির কাছে। মিঠি মিঠাইয়ের ছেলে মেয়ে দুজনকেই এত সুন্দর করে আগলে রাখে যা দেখে ভক্তরা মুগ্ধ হয়ে গেছে। সেই সঙ্গে সেদিনে মিঠি মিষ্টি কে সুন্দর করে নিজের কাছে রেখেছে এমনকি তাকে বলছে যে তার মার কাছে নিয়ে যাবে। এই নিয়ে নানা রকম মন্তব্য হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এক নেটিজেন লিখেছেন,”সৌমিতৃষার জন্মদিনে বেস্ট একটা এপিসোড মিঠাই এর
২২ মিনিট এর একটা এপিসোড এ কতকিছু দেখলাম আজ সৌমিতৃষার অভিনয় এর মধ্যে দিয়ে।
”অসহায় মিঠাই”, “সাহসী বুদ্ধিমতি মিঠি”, সবেতেই সেরার সেরা টা দিয়েছে আজ সৌমিতৃষা। দুটো চরিত্র সম্পূর্ণ ভিন্ন হলেও আজ দুটো চরিত্রের মধ্যে একটা বিষয় কমন ছিলো সেটা হলো মাতৃত্ব। একদিকে একজন অসহায় মা পাগলের মতো নিজের মেয়ে কে খুঁজছে অন্য দিকে আরেকজন মা না হয়েও মা এর মতো স্নেহ মমতা ভরসা দিয়ে আগলে রেখেছে সেই অসহায় মা এর মেয়ে কে৷
সম্পূর্ণ আলাদা দুটো চরিত্র তবুও কি নিখুঁত অভিনয়। কোথাও কোন কমতি নেই কোথাও কোন বাড়াবাড়ি নেই। eye expression হোক বা dialogue delivery কিংবা body language সবকিছুর নিখুঁত কম্বিনেশন ছিলো আজ৷ যেখানে যতটা দরকার ছিলো সেখানে ঠিক ততটা এফোর্ট দিয়ে অভিনয় করেছে আজ সৌমিতৃষা।
শুধু আজ নয় প্রতিটি এপিসোড এই মেয়ে টার অভিনয় দেখে মনের মধ্যে একরাশ মুগ্ধতা ছেয়ে যায়৷”
-
Tollywood12 months ago
তৃণা সাহার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ অভিষেক-পত্নীর! ‘এবার বাড়াবাড়ি করছেন’, সংযুক্তাকে দুষছে নেটপাড়া
-
Tollywood4 months ago
Aparajita Adhya: শাড়ি এখন অতীত, খোলামেলা পোশাকে লক্ষ্মী কাকিমা হয়ে উঠলো ল্যাক্স! অপরাজিতা আঢ়্যর ছবি দেখে ঢোক গিললো ভক্তরা
-
Bangla Serial10 months ago
মিঠাই ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী!চলে গেলেন অন্য চ্যানেলের ধারাবাহিকে, মন খারাপ মিঠাই ভক্তদের
-
Bangla Serial10 months ago
নিজের বোনকে বিয়ে করে নিয়েছে মোদক পরিবারের ছোট ছেলে! তবুও সিডি বয়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলল ওমি আগারওয়াল, ভাইরাল তার সোশ্যাল মিডিয়া বার্তা
-
Tollywood10 months ago
অবশেষে গ্রেফতার হলেন মৃত অভিনেত্রী পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী
-
Bangla Serial8 months ago
Mithai: মিঠাই শেষ হচ্ছে আগামী ২৮শে আগস্ট রাত আটটায়, পোস্টে পোস্টে ছয়লাপ ফেসবুক! মুখ খুললেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস, সত্যিটা করলেন স্বীকার
-
Bangla Serial10 months ago
‘যে যা ভাবছে ভাবুক, আমার সঙ্গে আদৃতের সম্পর্ক নিয়ে কিছু বলার নেই’, এবার সিডি বয়-মিঠাইয়ের ঝগড়া নিয়ে মুখ খুলল সৌমিতৃষা!আদৃতের সঙ্গে যে তার কথা বন্ধ ঘুরিয়ে জানাল সেটা
-
Bangla Serial12 months ago
বছরের-পর-বছর অভিষেককে বাদ দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! ‘এখন তাদের থেকে টাকা নেব আমি?’, মিথ্যা অভিযোগ ঘিরে সরব অভিষেকের স্ত্রী সংযুক্তা!