Bangla Serial

Mithai-Torsa: মিঠাইয়ে আম দুধে মিশে গেছে সবাই আর আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছে টেস বুড়ি!শুকনো মুখে ঘুরে বেড়ায়, প্লিজ সোমকে ফিরিয়ে আনুন তোর্সার জন্যে, অনুরোধ দর্শকদের

জি বাংলায় সেরার সেরা ধারাবাহিক হলো মিঠাই। সিরিয়ালপ্রেমী এমন কোন দর্শক খুঁজে পাওয়া যাবে না যে মিঠাই ধারাবাহিকের নাম জানে না। ধারাবাহিকের গল্প এতটাই ভালো আর জনপ্রিয় যে শুরু থেকে এখন অব্দি বরাবর নিজেকে ধরে রেখেছে মিঠাই রানী আর উচ্ছে বাবু।

তবে এর পাশাপাশি রয়েছে মিঠাইয়ের শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা। মোদক পরিবারের অন্যান্য সদস্যদের সুন্দর অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছে। মিঠাই সিড ছাড়াও আরো কতগুলো কাপেল জুটি আছে যারা এখন আলোচনায় উঠে এসেছে।
mithai today episode, সতীন নয়, মিঠাইয়ের জা হয়ে মোদক পরিবারে তোর্সা - a  new twist in mithai serial torsha and shom get married - Eisamay

অন্যান্য জুটি হিসেবে জনপ্রিয় হয়েছে রাজিব নন্দা, রুদ্র নিপা, শ্রীতমা রাতুল। কিন্তু এখন একমাত্র একজনই একা হয়ে রয়েছে ওই পরিবারে আর সে হলো টেস বুড়ি তোর্সা। স্বাভাবিক ভাবেই যখন প্রত্যেকে স্বামী স্ত্রী মিলে মিঠাইতে হাজির হয় তখন টেস বুড়িকে ওইভাবে একা দেখতে আর ভালো লাগছে না দর্শকদের।

Mithai: 'মিঠাই' -তে আরও এক নতুন জুটি? কোন দিকে এগোচ্ছে গল্প? - Television -  Aaj Tak Bangla

সিরিয়ালের কোন পুরুষ চরিত্রের সাথে সে যদি কথা বলে তাহলে তাদের বউরা জ্বলতে শুরু করে দেয় কেনো এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছে দর্শকরা। তোর্সার স্বামী সোম চরিত্রের অভিনেতা ধ্রুব এখন পিলু ধারাবাহিকে মল্লারের চরিত্রে হঠাৎ করে চলে গেছে। ফলে মিঠাইতে সময় দিতে পারছে না। তাই ধ্রুব ফিরে না আসলে তার জায়গায় অন্য কাউকে নিয়ে আসার জন্য আবদার করছে দর্শকরা।

Mithai: অবশেষে! সিদ্ধার্থ-মিঠাইয়ের বিয়েতেই 'টেস বুড়ি'র জন্য আদর্শ  পাত্রের খোঁজ - Mithai: Fans think Torsa and Som will get married, latter's  affection towards torsa is not a secret anymore , Bangla News Bangla  Entertainment News

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত রাতারাতি কমেন্ট করে ফেলেছে যে টেস বুড়ির সঙ্গে বিমাতা সুলভ আচরন বন্ধ করুন। বারবার তাকেই তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে। বাড়ির ছেলেদের সাথে একটু কথা বললেই বউরা তেটে যাচ্ছে। সিরিয়ালে বেচারির মা আর বরের কোন পাত্তাই নেই।

বল বাহুল্য এই ধারাবাহিকে টেস বুড়ি একটা শক্তিশালী চরত্র যা তন্নি লাহা রয় যথেষ্ট সাবলীলভাবে ফুটিয়ে তুলছে। চরিত্রটিকে একজন উচ্চ শিক্ষিত,টপ করপোরেট সংস্কৃতির দেখানো হয়েছে। কিন্তু এখন সময়ের ফেরে যেভাবে উপস্থাপন করা হচ্ছে মনে হয় যেন সে একটা কমেডি চরিত্র হয়ে গেছে। তোর্সাকে সব কাপলদের মাঝে একা একা ঘুরে বেড়াতে দেখতে রীতিমত কষ্ট হচ্ছে দর্শকদের।

Nira