Bangla Serial

প্রথম এপিসোড দিয়ে দুর্দান্ত শুরু করল বোধিসত্ত্বের বোধবুদ্ধি! ‘শাশুড়ি বৌমার কূটকচালি আর দেখতে হবে না’, নেটিজেনরা বেজায় খুশি এই শিক্ষামূলক বাচ্চাদের ধারাবাহিক দেখে

সাধারণত সিরিয়াল বলতে আমরা কী বুঝি? পারিবারিক ড্রামা যেখানে ভালো থাকে, আবার খারাপও থাকে। তবে মাঝে মাঝে সিরিয়ালে খারাপের পরিমাণটা বেশি হয়ে যায় অর্থাৎ এতো নেগেটিভিটি দেখানো হয় যা মানুষ নিতে পারেনা। বিশেষ করে নায়িকাদের শ্বশুরবাড়িকে এমন ভাবে ভিলেন বানানো হয় যে মানুষ ভাবে শ্বশুরবাড়ি মানেই খারাপ। শাশুড়ি বৌমার কূটকচালি দেখে দেখে অভ্যস্ত বাঙালিরা যদিও মিঠাই এবং আমাদের এই পথ যদি না শেষ হয়তে অন্য ফ্লেভার পেয়েছে।

তবে এসব ধারাবাহিক তো বাচ্চাদের দেখার উপযোগী নয় তাই না? কিন্তু শিশুদেরও ইচ্ছা করে একটু সিরিয়াল দেখবে বড়দের মতো তাই জি বাংলা এর আগে একটা মিষ্টি শিশু ধারাবাহিক নিয়ে এসেছিল যার নাম ভুতু। আর এর অনেকদিন পরে গতকাল থেকে জি বাংলায় শুরু হল আরেকটি শিশুদের ধারাবাহিক যার নাম বোধিসত্ত্বের বোধবুদ্ধি।
May be an image of outdoors

May be a close-up of 1 person and text
প্রথম এপিসোডেই দুর্দান্ত শুরু করলো বোধিসত্ত্ব। রাত দশটা থেকে এই ধারাবাহিক গতকাল অনেকেই দেখেছেন এবং তারপর সোশ্যাল মিডিয়ায় নিজেদের ফিডব্যাক জানিয়েছেন। এমনকি অনেক স্টার জলসার ভক্তরাও দেখতে বসেছিলেন বোধিসত্ত্ব। তারা ভেবেছিলেন যে তারা কোন খুঁত বার করবেন ধারাবাহিকের এবং বদনাম করবেন সিরিয়ালের কিন্তু সেই সুযোগ দেয়নি এই নতুন ধারাবাহিক।
May be an image of 3 people and people standingMay be an image of 1 person and glasses

প্রত্যেকের প্রথম এপিসোড ভালো লেগেছে। বোধিসত্ত্ব একদম তার স্বভাব অনুযায়ী সুন্দর কথা বলে সকলের মন জয় করে নিয়েছে। বেশ হাসি মজার ধারাবাহিক এটা। অনেকদিন পর সোনালী চৌধুরীকে পর্দায় দেখে বেশ ভালো লেগেছে নেটিজেনদের। সমতার চরিত্র মানুষের মধ্যে হাসির উদ্রেক ঘটিয়েছে। বোধিসত্ত্বের পাকা পাকা কথা শুনে হেসে উলট-পালট খেয়েছেন নেটিজেনরা‌। সব মিলিয়ে একদম প্রথম এপিসোডেই কাঁপিয়ে দিয়েছে বোধিসত্ত্ব। অনেকদিন পর শাশুড়ি বৌমার কূটকচালি বিহীন একটা ধারাবাহিক দেখতে চলেছে বাঙালি।
No photo description available.May be an image of 1 person and indoor

Nira