Bangla Serial

এই পথের পর গঙ্গারাম ফের ঝাঁটাপেটা করল উড়ন তুবড়িকে! ঘোষণা হয়ে গেল বোধিসত্ত্বের বোধবুদ্ধির স্লট, বুঝতেই পারছেন কার ঘাড়ে পড়ল কোপ

বর্তমানে স্টার জলসার সব থেকে পুরনো সিরিয়াল এর মধ্যে অন্যতম হচ্ছে গঙ্গারাম।সকলেই চেয়েছিলাম যে গঙ্গারামকে শেষ করে নতুন কোন ধারাবাহিক আনুক চ্যানেল। ইতিমধ্যেই সাহেবের চিঠির সময় ঘোষণা হয়ে গেছে।আর এবার জি বাংলার নতুন ধারাবাহিক বোধিসত্ত্বের বোধবুদ্ধির সময় দিয়ে দেওয়া হল ‌ যা দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা।

বোধিসত্ত্বের বোধবুদ্ধি জি বাংলার ভুতুর পরে আবার একটা শিশু ভিত্তিক সিরিয়াল।নতুন যে টাইম স্লট ঘোষণা করা হলো তা দেখে খুব হাসি পাচ্ছে নেটিজেনদের তার কারণ একজন জ্বলে গিয়ে আবার নিভে গেল। বুঝতেই পারছেন এখানে কার কথা বলা হচ্ছে।

উড়ন তুবড়িকে সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটায় নিয়ে আসা হয়েছিল এবার আগামী চৌঠা জুলাই থেকে রাত দশটা থেকে দেখা যাবে বোধিসত্ত্বের বোধবুদ্ধি।উড়ন তুবড়ি চলে গেল রাত সাড়ে দশটায়।অর্থাৎ যমুনা ঢাকির ফেলে যাওয়া স্লট এবার পেলো উড়ন তুবড়ি। এখন তার সঙ্গে স্টার জলসায় কার লড়াই হয় সেটাই দেখার কারণ গ্রামের রানী বীণাপাণির শুটিং শেষ। তাই সাড়ে দশটার সময় স্টার জলসা কোন সিরিয়াল দেয় সেটাই দেখার।

new serial বোধিসত্ত্বের বোধবুদ্ধি

অন্যদিকে সবাই হাসাহাসি করছেন এই বলে যে গঙ্গারাম এর আগে আমাদের এই পথ যদি না শেষ হয় কে ঝাঁটাপেটা করে দশটার স্লট থেকে বিদায় করে দিয়েছে। অন্যদিকে আবার উড়ন তুবড়িকেও দূর করে দিলো কিন্তু গঙ্গারাম শেষ হলো না।আসলে যেখানে সব ধারাবাহিক নায়িকাদের নামে সেখানে স্টার জলসার গঙ্গারামই তো একমাত্র নায়কের নামে ধারাবাহিক। সেটা কি এতো জলদি শেষ হয়?

Piya Chanda