Connect with us

Bangla Serial

এইমাত্র দীপাকে খুন করতে যাচ্ছিল উর্মি! আর এখন কিনা দুই বোনে গলা জড়াজড়ি করে নাচ করছে, ভিডিও দেখে হতবাক নেটিজেনরা

Published

on

ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল অনুরাগ এর ছোঁয়া আর ইতিমধ্যেই রাত সাড়ে নয়টার স্লটে জায়গা করে ফেলেছে এই সিরিয়াল।সূর্য এবং দীপার কেমিস্ট্রি দেখতে সকলের খুব ভালো লাগছে কিন্তু একই বাড়িতে তিনটে ভিলেন দীপার বিরুদ্ধে। এটা মানুষের নিতে একটু কষ্ট হচ্ছে।

তবে সোমবার দীপা একদম ঝামা ঘষে দিয়েছে নিজের শাশুড়ি লাবণ্য, বোন উর্মি এবং সূর্যর বন্ধু মিশকার মুখে। কথায় কথায় লাবণ্য তাকে চড় মারেন এবং সেদিন যখন লাবণ্য তাকে আবার যখন চড় মারতে যান এবার দীপা হাতটা ধরে ফেলে। প্রকাশ্যে নিয়ে আসা কীভাবে উর্মি তাকে মেরে ফেলতে চেয়েছিল। দীর্ঘদিন ধরে অত্যাচারিত উর্মির প্রতিবাদী রূপটা দেখে দারুণ লেগেছে সকলের।

আমরা সকলেই জানি উর্মি দীপাকে একদম সহ্য করতে পারে না। উর্মির সৎ বোন দীপা। তবে দীপা কিন্তু উর্মিকে সেই চোখে কোনদিনও দেখেনি। যদিও উর্মি উর্মির মা আর দিদা সবাই একই গোত্রের। তবে এবার উর্মি ভালোমতো জব্দ হয়েছে দীপার কাছে।

কিন্তু এত অপমানের পরেও দেখা গেল উর্মি আর দীপা একসঙ্গে নাচানাচি করছে। যেখানে ছোট বোন দিদি কে সহ্য করতে পারে না সেখানে দিদির সঙ্গে নাচ করছে উর্মি? এ যে একেবারে অবিশ্বাস্য কান্ড।

আসলে এটা পর্দায় দেখা যাবে না। পর্দার পেছনে শুটিংয়ের ফাঁকে দুজনে মিলে একসঙ্গে রিল ভিডিও করেছেন।কাজের চাপ থেকে মুক্তি নিতে নায়ক নায়িকারা শুটিং এর ফাঁকে রিল ভিডিও শুট করে থাকেন। সেইরকমই দেখা গেল উর্মি অর্থাৎ সৌমিলি চক্রবর্তী এবং দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষ একসঙ্গে বর্ষো রে মেঘা মেঘা গানে রিল ভিডিও বানিয়েছেন। দুজনেই খুব সুন্দর নাচেন এবং তাদের এই ভিডিও সকলের খুব পছন্দ হয়েছে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending