Bangla Serial

দু’মাস কোনোরকম প্রোমো ছাড়াই মিঠাই টিআরপি রেটিংয়ে টপারশিপ পেল, এই পথ পেল স্লট লিড! ‘জি বাংলা কি ইয়ার্কি মারছে নাকি?’, তিতিবিরক্ত দর্শকরা

আজ দুপুরবেলা বেরিয়েছে চলতি সপ্তাহের টিআরপি রেটিং লিস্ট। সেখানে আমরা দেখতে পেয়েছি প্রথম হয়েছে মিঠাই। এছাড়াও তার সঙ্গে যুগ্মভাবে প্রথম হয়েছে আলতা ফড়িং। এই ফলাফলে মিঠাই ধারাবাহিকের অনুরাগীরা ভীষণ খুশি তবে একটা জিনিস তাদেরকে খুব কষ্ট দিচ্ছে আর তাদের সেই কষ্ট ফুটে উঠছে সোশ্যাল মিডিয়ায়।

দুই মাস হতে চলল মিঠাই এর কোনো প্রোমো নেই। পিসেমশাই এবং ওমি আগারওয়ালের পর্দা ফাঁস হলো তার কোন প্রোমো ছিল না। নিজে একের পর এক নতুন চরিত্র আসছে তার কোন প্রোমো নেই। কোনরকম প্রমোশন ছাড়াই মিঠাই টপারশিপ নিয়ে আসছে। এটাই কি মিঠাইয়ের প্রাপ্য ছিল? দেড় বছর ধরে চলছে বলে কি মিঠাই কে অবহেলা করতে হবে অথচ এই মিঠাই কিন্তু জি বাংলার গর্ব।

অন্যদিকে আমাদের এই পথ যদি না শেষ হয় এত অবহেলার সম্মুখীন হচ্ছে যে বলার নয়।প্রোডাকশন হাউজের অন্য ধারাবাহিক গৌরী এলোকে দুর্দান্তভাবে প্রোমোট করা হচ্ছে এবং প্রতি সপ্তাহে আসছে নতুন প্রোমো। চলতি সপ্তাহেও এসেছে।সকলেই বলছেন যে স্বর্ণেন্দু সমাদ্দার গৌরী এলোর প্রতি এতটাই মনোনিবেশ করেছেন যে তিনি ভুলেই গেছেন আমাদের এই পথ যদি না শেষ হয় নামে একটি ধারাবাহিক রয়েছে তার প্রোডাকশন হাউজ এর আন্ডারে। বর্তমানে যিনি গল্প লিখছেন এবং পর্ব পরিচালনা করছেন তিনি পুরো ঘেঁটে ঘ করে রেখেছেন।অথচ টিআরপি রেটিং লিস্টে কিন্তু পরপর তিন সপ্তাহ আয় তবে সহচরী কে হারালো আমাদের এই পথ যদি না শেষ হয়।

সব মিলিয়ে তিতিবিরক্ত উর্মি এবং মিঠাই এর ভক্তরা। তারা জানেন না জিবাংলা কেন এরকম করছে? গৌরী এল কে প্রোমোট করা হচ্ছে খুব ভালো কথা কিন্তু একটা কথাই মনে হয় যে গৌরী এলো তাদের বোধহয় একমাত্র ইম্পরট্যান্ট ধারাবাহিক।বাকি একটু পুরনো ধারাবাহিক গুলোকে তারা পাত্তাও দেয় না অথচ তারাই কিন্তু টিআরপি রেটিংয়ে বেশি নম্বর দেয়।

Piya Chanda