Bangla Serial

‘মিঠাই আমার কাছে নিজের পরিবার, এই চরিত্রের জন্যে নির্মাতাদের কাছে কৃতজ্ঞ’ বললেন নীপার রুদ্রদা ফাহিম মির্জা

মিঠাই ধারাবাহিকে আইপিএস অফিসারের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা রুদ্র অর্থাৎ অভিনেতা ফাহিম মির্জাকে। বর্তমানে জি বাংলার এক অন্যতম জনপ্রয় ধারাবাহিক হয়ে উঠেছে মিঠাই। এই একটি ধারাবাহিকের রুদ্র’র চরিত্রে যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেতা তা বলাই বাহুল্য।

রুদ্র’র চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পান এই অভিনেতা। সেই সঙ্গে প্রতিটি তারকা একে ওপরের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন। এই ধারাবাহিকে কাজ করা নিয়ে এক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন ফাহিম। নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন তিনি।

গত বছর সিরিয়ালের শুটিং শুরু হওয়ার আগে এই চরিত্রটি জন্য অনেক প্রস্তুতিও নিয়েছেন ফাহিম।তিনি যেন ভাবতেই পারছেন না যে ৫০০ টা পর্ব পার করে ফেললেন। তিনি একজন পুলিশ অফিসার হিসেবে নিজের কর্মজীবন উপভোগ করছেন। মিঠাই পরিবারকে তিনি একদম নিজের পরিবারের মতো মনে করেন। প্রত্যেক সদস্য এবং টেকনিশিয়ানদের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে তাঁর। ক্যামেরার বাইরে অনেক মজা করেন আবার আড্ডাও দেন। রুদ্র চরিত্রটি সত্যিই তাঁর ভক্তদের দ্বারা প্রশংসিত হয়েছে এবং তাঁকে এর জন্যে বেছে নেওয়ার জন্য তিনি নির্মাতাদের কাছে কৃতজ্ঞ।

এর আগেও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন ফাহিম। অন্যদিকে, এই মূহুর্তে বাংলার টপ সিরিয়ালের মধ্যে গণ্য করা হয় মিঠাইকে। তাই অভিনেতাদের কাছে এই ধারাবাহিকে মুখ দেখানো সত্যিই একটা ভাগ্যের ব্যাপার।

Piya Chanda