Bangla Serial
Mithai Jalsha: “স্টার জলসা’র ঝেঁপে ঝেঁপেই তো চলে জি বাংলার! আর মিঠাই তো শুরু থেকে শেষ পুরোটাই কপি করা”! জলসা ভক্তরা অভিনব খোঁচা দিলো জি ভক্তদের

বাংলা টেলিভিশন জগৎ-এ জি বাংলা(Zee Bangla) এবং স্টার জলসা(Star Jalsha) বাংলা ধারাবাহিকের জগতে দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেল। টিআরপি দখলের লড়াই সব সময় চলতে থাকে এই দুই চ্যানেলের মধ্যে। কখনও এগিয়ে যায় স্টার জলসা আবার কখনও এগিয়ে যায় জি বাংলা। আর এই দুই চ্যানেলে চলা বিভিন্ন ধারাবাহিকগুলিও(Serial)একে অপরের প্রতিদ্বন্দী। একাধিক টুইস্ট এনে সবসময় দর্শক টানার চেষ্টা করে এই দুই ধারাবাহিক।
আর একটা সময় পর্যন্ত স্টার জলসার অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী ছিল জি বাংলা’র ধারাবাহিক মিঠাই। টিআরপি তালিকায় প্রথম স্থান থেকে তাঁকে টলানো ছিল দুঃসাধ্য। একটা সময় টিআরপির কুইন বলা হত তাঁকে। তবে পরে জলসার ধারাবাহিক গাঁটছড়া এসে এই ধারাবাহিককে স্থানচ্যূত করে। কিন্তু টিআরপি তালিকায় বিরাট বড় উদাহরণ তৈরী করে মিঠাই।
বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় সফল ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া। বাংলায় টিআরপি তালিকায় রাজত্ব করছে এখন এই ধারাবাহিক। তবে যে ধারাবাহিকই আসুক না কেন জলসার অন্যতম বড় শত্রু ধারাবাহিক কিন্তু মিঠাই এমনটাই মনে করেন জি ভক্তরা। আসলে স্টার জলসার ভক্তরা সদাই অভিযোগ করেন জি নাকি তাঁদের ধারাবাহিক ঝেঁপে ঝেঁপেই কাজ চালায়। তাঁদের অভিযোগ জি বাংলার বিভিন্ন ধারাবাহিকের বিভিন্ন পর্ব , ট্র্যাক জলসার ধারাবাহিক টুকে টুকে করা।
চ্যানেলে চ্যানেলে তো লড়াই চলেই সেইসঙ্গে, লড়াই চলতে থাকে ভক্তদের মধ্যেও! যেমন ফের লড়াই লেগেছে গাঁটছড়া ও মিঠাই ভক্তদের মধ্যে! দুটি ধারাবাহিকেই কিছুদিন আগে একই প্লট দেখা গেছে। যেখানে গাঁটছড়া’র খড়ি আর ‘মিঠাই’-এর মিঠাই দুজনেই নিজেদের মূল চরিত্র থেকে কিছুদিনের জন্য বিদায় নিয়েছিলেন। খড়ি ফিরেছিলেন ঈশা রূপে আর মিঠাই মিঠি রূপে। কিন্তু ধারাবাহিকের গল্প অনুযায়ী গাঁটছড়া’র ঈশা আদতে খড়ি হিসেবে প্রকাশ্যে আসেন। কিন্তু মিঠাই ধারাবাহিকে দেখা যায় মিঠি নয় মিঠাই আলাদা একটি চরিত্র। এখানেই জলসা ভক্তদের ধুয়ে দেয় মিঠাই ভক্তরা।
এমনকী দুই ধারাবাহিকে চলা বিভিন্ন চরিত্র নিয়েও চুলচেরা বিশ্লেষণ করে ভক্তরা। যেমন তাঁদের কথায়, সূর্য অবিশ্বাস করে যে দীপা অন্য কারর সঙ্গে সম্পর্কে জড়িয়ে জন্ম দিয়েছে রূপার। আর সোনা বড় হয়েছে সূর্যর কাছে। দীপা কে ভালোবাসা সত্ত্বেও দীপার ওপর এতটুকু অবিশ্বাস নিয়ে সূর্য’র।অন্যদিকে মিঠাই এতদিন কাছে থাকা না সত্ত্বেও মিঠাইয়ের সঙ্গে আসা সন্তানকে নিজের বলে মেনে নিয়েছে সিদ্ধার্থ।
সম্প্রতি, এক জি ভক্ত অভিনব খোঁচা দিল স্টার ভক্তদের। নিজেদের কটাক্ষ করেই তিনি আয়না দেখালেন স্টার ভক্তদের। তিনি লিখলেন, “জলসা এক ইউনিক চ্যানেল। জলসা তে যা দেখানো হয় সব ইউনিক আর জি সেটা সব কপি করে আর কপির চুড়ান্ত সীমা পার করে গেছে মিঠাই সিরিয়াল যার a to z সব কপি”
-
Tollywood12 months ago
তৃণা সাহার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ অভিষেক-পত্নীর! ‘এবার বাড়াবাড়ি করছেন’, সংযুক্তাকে দুষছে নেটপাড়া
-
Tollywood4 months ago
Aparajita Adhya: শাড়ি এখন অতীত, খোলামেলা পোশাকে লক্ষ্মী কাকিমা হয়ে উঠলো ল্যাক্স! অপরাজিতা আঢ়্যর ছবি দেখে ঢোক গিললো ভক্তরা
-
Bangla Serial10 months ago
মিঠাই ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী!চলে গেলেন অন্য চ্যানেলের ধারাবাহিকে, মন খারাপ মিঠাই ভক্তদের
-
Bangla Serial10 months ago
নিজের বোনকে বিয়ে করে নিয়েছে মোদক পরিবারের ছোট ছেলে! তবুও সিডি বয়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলল ওমি আগারওয়াল, ভাইরাল তার সোশ্যাল মিডিয়া বার্তা
-
Tollywood10 months ago
অবশেষে গ্রেফতার হলেন মৃত অভিনেত্রী পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী
-
Bangla Serial8 months ago
Mithai: মিঠাই শেষ হচ্ছে আগামী ২৮শে আগস্ট রাত আটটায়, পোস্টে পোস্টে ছয়লাপ ফেসবুক! মুখ খুললেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস, সত্যিটা করলেন স্বীকার
-
Bangla Serial10 months ago
‘যে যা ভাবছে ভাবুক, আমার সঙ্গে আদৃতের সম্পর্ক নিয়ে কিছু বলার নেই’, এবার সিডি বয়-মিঠাইয়ের ঝগড়া নিয়ে মুখ খুলল সৌমিতৃষা!আদৃতের সঙ্গে যে তার কথা বন্ধ ঘুরিয়ে জানাল সেটা
-
Bangla Serial12 months ago
বছরের-পর-বছর অভিষেককে বাদ দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! ‘এখন তাদের থেকে টাকা নেব আমি?’, মিথ্যা অভিযোগ ঘিরে সরব অভিষেকের স্ত্রী সংযুক্তা!