Bangla Serial

Mithai-Modak Family: ছিল ছেলে,হয়ে গেল মেয়ে! মোদক পরিবারের ছেলেগুলোর হলোটা কী? মেয়ে সেজে কে সবথেকে বেশি কিউট? পড়ুন ভক্তরা ভোট দিলো কাকে

মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একের পর এক নতুন নতুন চমক এই ধারাবাহিককে আরো আকর্ষণীয় গড়ে তুলছে দর্শকদের কাছে। তার উপরে রয়েছে সিড আর মিঠাইয়ের মিষ্টি রোম্যান্স। আর মোদক পরিবারের বাকিরা? তাদের নিয়ে যতই বলা হবে ততই কম।

ধারাবাহিকের শুরু থেকে ধারাবাহিক নির্মাতারা যে একান্নবর্তী পরিবারের আমেজ ধরে রেখেছেন সেটা প্রশংসনীয়। আজকালকার দুনিয়া যেখানে মানুষ একা একা থাকতে ভালোবাসে এবং নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সেখানে এই ধারাবাহিক দিনের শেষে দর্শকদের অন্যরকম বার্তা দেয়। পরিবারকে মিলে মিশে থাকার বার্তা দেয় মোদক পরিবারের সদস্যরা।

কিন্তু এবার মোদক পরিবারের ছেলেগুলোর কী হলো? সবাই হঠাৎ করে ছেলে থেকে মেয়ে হয়ে গেল কেন? চমকে উঠলেন তো এটা পড়ে? হ্যাঁ, এমনটাই তো হয়েছে আর তাই তো আপনাদের জানাতে এলাম। কিন্তু আসল ব্যাপারটা কী? আর কারাই বা ছেলে থেকে মেয়ে হয়ে গেল?

ভয় পাবেন না, এটা একটা এডিট করা ভিডিও। অভিনেতাদের অভিনয় দর্শকদের এতটা ভালো লাগে যে তাদেরকে নিয়ে আলাদা উদ্দীপনা তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। তারা নানাভাবে উপহার দিতে চেষ্টা করে তাদের প্রিয় তারকাদের। এই উপহারটা বেশ মজার। ধারাবাহিকের কোন এক ভক্ত বা ভক্তরা মিলে এই ভিডিও তৈরি করেছে যেখানে সমস্ত ছেলেরা মেয়ে হয়ে গেছে।

১. সিড: শুরুতেই রয়েছে সকলের উচ্ছে বাবু অর্থাৎ সিডি নয়। বেশিরভাগ ভক্তরা দাবি করেছে যে মেয়ের সাজে আদৃতকে খুব কিউট লাগছে।

২. ওমি: তারপরে রয়েছে মোদক পরিবারের সবথেকে বড় শত্রু আগরওয়াল পরিবারের ওমি। অনেকেই বলছে অভিনেতা জন ভট্টাচার্যকে এরকম লুকে বেশ অন্যরকম লাগছে দেখতে।

৩. রাজিব: আর রাজিবদাকে ভুলে গেলে চলবে নাকি? যদিও মেয়ের সাজে অনেকেই বলছে তাকে একেবারেই রাজিবদা লাগছে একটুও আলাদা লাগছে না।

৪. রাতুল: অনেকেই ভোট দিয়েছে যে রাতুলকে বেশ মিষ্টি লাগছে।

৫. স্যান্ডি: আর সিডি বয়ের ভাই স্যান্ডিকে ভুলে গেলে চলবে? তাকে দেখতে কেমন লাগছে বলুন তো আপনারা?

৬. রুদ্র: পুলিশ অফিসার ফাহিম মির্জাকে দেখে তো ভক্তরা অবাক। এত মিষ্টি লাগছে তাকে দেখতে যে চোখ সরানো যাচ্ছে না।

৭. সোম: টেস বুড়ির বরকে কেমন লাগছে? সবার প্রিয় সোমদাকে এখন সবাই এই সিরিয়ালে মিস করে। তাই তাকে এমন ভাবে পেয়ে খুশি দর্শকরা।

Titli Bhattacharya