Connect with us

Bangla Serial

Mithai Funny: এ কী অবস্থা মিঠাই, উচ্ছে বাবু আর মিঠির! কারুর মুখ বেঁকে গেছে আবার কারুর চোখ ঠিকরে বেরিয়ে আসছে! হেসে হেসে পেটে খিল ধরে গেলো দর্শকদের

Published

on

এত মজা জ্বালাতন। মানে একটা দুটো নয়। একের পর এক সমস্যা এরকম হয়েই যাচ্ছে। হঠাৎ করে ধারাবাহিকের নায়ক নায়িকাদের কীই বা হল! একটা কথা মানতেই হবে, যতই তর্ক বিতর্ক হোক, একদম চটকদার, একেবারে অন্যরকম গল্পের ধারাবাহিক এই মুহূর্তে একটাও নেই। সেই ঘুরিয়ে ফিরিয়ে প্রেম, সংসার, পরকীয়া সম্পর্কিত নানা সমস্যা।

আর তাতেই কি চমক আনতে এমন পরিবর্তন আনা হল যে দর্শকদের হেসে হেসে পেটে খিল ধরে গিয়েছে? কারোর মুখ লম্বাটে, আবার কারোর মুখের ওপর যেন বসে পড়া হয়েছে। আসলে কিছুই নয়, ধারাবাহিক দেখতে বসে কিছু দর্শক নিজেদের ফোনের ক্যামেরায় ফানি ফেস ফিল্টার অ্যাড করে ধারাবাহিকের বেশ কয়েকটি দৃশ্যের ছবি তুলেছেন।

কখনও সেই ছবিতে দেখা যাচ্ছে গাঁটছড়ার খড়িকে, আবার বালিঝড়ের ঝোরাকে। আর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই একজন লিখেছেন, “উৎসাহ পেলে আরও এরকম ছবি তুলব”।

তবে উৎসাহ তিনি পেয়েছেন। আর ব্যস, উৎসাহ যেই পেলেন আর থামছেনই না। একের পর এক নায়ক নায়িকাদের মুখের বিকৃতি ঘটিয়ে চলেছেন তিনি। তবে এবারে যে খুব একটা বিরক্ত হচ্ছেন এমন নয়, বরং বেশ অন্য রিয়াকশনই এসেছে।

অবশ্য ধারাবাহিক থেকে বিরক্ত হয়ে এরকম বিকৃতির উদাহরণ প্রথম নয়। এর আগেও ধারাবাহিকগুলির পোস্টার নিয়ে একজন বেশ ভালোরকম কারসাজি দেখিয়েছিলেন। সেখানে দেখা গিয়েছিল ইচ্ছে পুতুল, তোমার খোলা হাওয়া ও মন দিতে চাই ধারাবাহিকের পোস্টার। কিন্তু পোস্টারগুলোয় এই ধারাবাহিকের মূল চরিত্রে মুখে বসানো হয়েছে নিম ফুলের মধুর এই তিন চরিত্রকে।

তবে এবারে অনেকেরই মনে হচ্ছে বাড়াবাড়ি হচ্ছে। আসলে ধারাবাহিকের নায়ক নায়িকাদের নিয়ে অনেক প্রকার ভালোবাসা তৈরি হয়। তারা আসলেই ঘরের মানুষ হয়ে যায়। সেখানে যদি সত্যি সত্যিই বার বার তাদের নিয়ে ইয়ার্কি করা হয় তো বিশেষ ভালো লাগে না। অতি উৎসাহে যেন এবার একটু বাড়াবাড়িই হয়ে গিয়েছে।

Trending