Bangla Serial
Gouri Elo: ঈশানের পরনে নেই পোশাক, গভীর রো’ম্যান্সে মত্ত গৌরী-ঈশান! “আধ্যাত্মিক সিরিয়াল ভেবে পরিবারের সঙ্গে দেখছিলাম কিন্তু চোখে আঙ্গুল দিতে হলো”! কাণ্ড দেখে হতবাক দর্শক

ধর্ম আর বিজ্ঞানের মিল মিশে তৈরি হওয়া ধারাবাহিকের চাহিদা দর্শকদের মধ্যে বরাবরই। তাই এইরকম ধারাবাহিক তৈরি করার ক্ষেত্রে যেমন লাভ রয়েছে, তেমনই বহু বিষয় খেয়াল রাখতে হয় ধারাবাহিক নির্মাতাদের। কারণ, একটু এদিক ওদিক হলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে যেতে পারে। আর তাতে বয়কট ডাক দিতে আর কতক্ষণ! এরকমই একটা ধর্ম সংকটে রয়েছে জি বাংলার (Zee Bangla) “গৌরী এলো” (Gouri Elo) ধারাবাহিক।
যারা গৌরী এলো ধারাবাহিকের নিয়মিত দর্শন তাঁরা জানেনই যে, নায়ক নায়িকা অর্থাৎ গৌরী এবং ঈশান হল হর পার্বতীর মানব রূপ। আর এটা প্রতিষ্ঠা করতে বহুবার বহু রকমের ঘটনাও ঘটানো হয়েছে। এমনিতেও ঘোষাল বাড়ির মা ঘোমটা কালী গৌরীকে দিয়ে অনেক ঘটনাই ঘটানো করিয়েছেন।
কিন্তু কম যান না ঈশানও। তবে ঈশান নিজের এই ক্ষমতা সম্পর্কে জানেন না। বহু অলৌকিক ঘটনা ঘটিয়ে ফেলেছেন ইতিমধ্যেই ঈশান। যেমন খালি পায়ে আগুনের ওপর দিয়ে আসা, অথবা শুধু কপাল ঠেকিয়ে গৌরীকে বাঁচিয়ে তোলা, একা হাতে শিবলিঙ্গ প্রতিষ্টা করে তোলা।
আর একদম তরতাজা দেখা গিয়েছিল যে ডাক্তারবাবু অর্থাৎ ঈশানের জ্বর হওয়াতে ওই ঘোষ বাড়িতে প্রতিষ্ঠা করা শিবলিঙ্গও তেতে ওঠায়। সেই শিবলিঙ্গকে চন্দনের প্রলেপ দিয়ে, গঙ্গার জল দিয়ে মন্ত্র পড়ে সাধনা করাতে তাপমাত্রা কমে। ওদিকে জ্বরও কমে যায় ঈশানের। এই অদ্ভুত সব ঘটনায় দর্শকদের মতো খোদ অবাক হয়ে যায় ঈশান নিজেও। কিন্তু এতসব ঘটনায় কিন্তু দর্শকরা বিশেষ খুশি হন না।
বরং বহু মানুষ খচে যান। অনেকেই মনে করেন এটা ধর্ম নিয়ে বুজরুকি করা। আর ধর্ম নিয়ে এরকম চ্যাবলামি করলে সেটাকে কখনোই সহ্য করা যায় না। তাই বহু লোকই ধারাবাহিকটি দেখা বন্ধ করে দেন। কিন্তু যারা আবার সম্প্রতি দেখতে বসেছেন তাঁরা একটু লজ্জাই পেয়ে গিয়েছেন বটে। ধর্মীয় ধারাবাহিক বলে পরিবার নিয়ে এই ধারাবাহিক দেখাই যায়। কিন্তু সম্প্রতি গৌরী ও ঈশানের ঘনি’ষ্ট হওয়ার মুহূর্ত দেখানো হয়। আর হর পার্বতীর মানব রূপের এই মহামিলনে মা ঘোমটা কালির ঘোমটার চাঙরে ফাটলও ধরেছে। তাই অনেকেই এবার বলছেন, অবশেষে মা হতে চলেছে গৌরী। কিন্তু গৌরী ও ঈশানের মিলনে কার জন্ম হয় সেটাই দেখার।
-
Tollywood11 months ago
তৃণা সাহার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ অভিষেক-পত্নীর! ‘এবার বাড়াবাড়ি করছেন’, সংযুক্তাকে দুষছে নেটপাড়া
-
Tollywood4 months ago
Aparajita Adhya: শাড়ি এখন অতীত, খোলামেলা পোশাকে লক্ষ্মী কাকিমা হয়ে উঠলো ল্যাক্স! অপরাজিতা আঢ়্যর ছবি দেখে ঢোক গিললো ভক্তরা
-
Bangla Serial10 months ago
মিঠাই ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী!চলে গেলেন অন্য চ্যানেলের ধারাবাহিকে, মন খারাপ মিঠাই ভক্তদের
-
Bangla Serial10 months ago
নিজের বোনকে বিয়ে করে নিয়েছে মোদক পরিবারের ছোট ছেলে! তবুও সিডি বয়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলল ওমি আগারওয়াল, ভাইরাল তার সোশ্যাল মিডিয়া বার্তা
-
Tollywood10 months ago
অবশেষে গ্রেফতার হলেন মৃত অভিনেত্রী পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী
-
Bangla Serial8 months ago
Mithai: মিঠাই শেষ হচ্ছে আগামী ২৮শে আগস্ট রাত আটটায়, পোস্টে পোস্টে ছয়লাপ ফেসবুক! মুখ খুললেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস, সত্যিটা করলেন স্বীকার
-
Bangla Serial10 months ago
‘যে যা ভাবছে ভাবুক, আমার সঙ্গে আদৃতের সম্পর্ক নিয়ে কিছু বলার নেই’, এবার সিডি বয়-মিঠাইয়ের ঝগড়া নিয়ে মুখ খুলল সৌমিতৃষা!আদৃতের সঙ্গে যে তার কথা বন্ধ ঘুরিয়ে জানাল সেটা
-
Bangla Serial12 months ago
বছরের-পর-বছর অভিষেককে বাদ দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! ‘এখন তাদের থেকে টাকা নেব আমি?’, মিথ্যা অভিযোগ ঘিরে সরব অভিষেকের স্ত্রী সংযুক্তা!