Bangla Serial

EPJNSH: দুঃসংবাদ! উর্মি-সাত্যকির গল্প থেকে পাকাপাকি বিদায় নিল এক জনপ্রিয় মানুষ, সিরিয়াল ছাড়লেন এই ব্যক্তি! তাহলে কি বন্ধ হয়ে যাচ্ছে সিরিয়াল?

নিঃসন্দেহে সেই প্রথম দিন থেকে বর্তমান সময়ে অবধি দশকের পছন্দের তালিকাতে একদম উপরের দিকে ছিল ধারাবাহিক এই পথ যদি না শেষ হয়। ধারবাহিকের সেই শুরু থেকেই নতুন নতুন চমক দিয়ে দর্শকদের মন জয় করার চেষ্টা করেছে এই ধারাবাহিক।

উর্মি আর সাত্যকির প্রেমের গল্প ভালো লেগেছে দর্শকদের। ধারাবাহিকের প্রতিটি এপিসোডে নতুন নতুন চমক আনা হয়েছে দর্শকদের জন্য। কিন্তু প্রথম দিন থেকে এই ধারাবাহিকের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে। বারবার কর্তৃপক্ষের বিভিন্ন সমস্যার কথা দর্শকদের কান অবধি পৌঁছে গেছে।

 

View this post on Instagram

 

A post shared by Ayan Sengupta (@itsme_ayan)

তার ফলে বহু সদস্য খুব তাড়াতাড়ি বিদায় নিয়েছে ধারাবাহিক থেকে। অনেকবার মুখ বদল হয়েছে সিরিয়ালে। তবু টিআরপিতে টিকে রয়েছে এই পথ যদি না শেষ পর্যন্ত। কিন্তু এবার শোনা যাচ্ছে যে ধারাবাহিকের এক প্রধান সদস্য এই ধারাবাহিক থেকে হঠাৎ বিদায় নিলেন।

প্রথম থেকে ধারাবাহিকের পরিচালক ছিলেন কৃশ বসু। তিনি হঠাৎ নিজের পদ ছেড়ে দেন। ফলে সেই জায়গায় দায়িত্ব নেন অয়ন সেনগুপ্ত। তিনি বেশ ভালোভাবেই পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু শেষে তিনিও এই পথ থেকে নিজের পথ আলাদা করে নিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Ayan Sengupta (@itsme_ayan)

অয়ন এই খবর দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। লিখেছেন “শেষ হলো পথ চলা”। এতে আবার অনেকে ভাবছে তিনি এই ধারাবাহিক শেষ হওয়ার কথা বলছেন হয়তো। কিন্তু না, সেটা হয়নি। আগের পরিচালকের মতো তিনি নিজেও চিরদিনের জন্যে ছেড়ে দিলেন এই পথ যদি না শেষ হয়।

 

View this post on Instagram

 

A post shared by Ayan Sengupta (@itsme_ayan)

এই পরিস্থিতিতে চিন্তায় কর্তৃপক্ষ। এখন দুটি প্রশ্ন সামনে আছে। নতুন পরিচালক কে হবেন? এছাড়াও কেনো এইভাবে বারবার একই সমস্যা হচ্ছে সেটাও একটা ভাবার বিষয়। এর উত্তর জানা নেই। কিন্তু উর্মি-সাত্যকির গল্প সংকটে এখন। তাহলে আবার সিরিয়াল বন্ধ হয়ে যাবে না তো?

Nira