Connect with us

Bangla Serial

Actress Comeback: সুখবর? জি বাংলার নতুন সিরিয়ালে ফিরছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় খলনায়িকা! এখানেও করবেন কুটনামি?

Published

on

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে নতুন ধারাবাহিক আসা আর পুরনো সিরিয়াল শেষ হওয়ার হিড়িক। একের পর এক খবর আসছে। সঙ্গে ফিরছে একঝাঁক নায়ক এবং নায়িকা। জি আর স্টার দুই ক্ষেত্রেই এই ধারা রয়েছে।

কয়েক মাস ধরেই দুই চ্যানেলে প্রচুর নতুন সিরিয়াল এসেছে যেগুলো আবার সঙ্গে সঙ্গেই হিট হয়ে গেছে। আবার কিছু মন জয় করতে পারেনি দর্শকদের। সেগুলো পিছিয়ে গেছে। টিআরপি ফল ভালো না হলেই হয় বিদায় হচ্ছে সিরিয়াল আর নইলে পাল্টে যাচ্ছে সময়।

indrakshi dey

এবার আবার জি বাংলা আনছে নতুন ধারাবাহিক। নাম মুকুট। এখানে ফিরছে স্টার জলসার মাধবীলতা নায়িকা শ্রাবণী ভূঁইয়া। এছাড়া শ্রীপর্ণা রায় ফিরছে। আর থাকছে ইন্দ্রাক্ষী দে। এই নায়িকাকে চিনতে পারলেন তো?

হ্যাঁ, যমুনা ধাকির আর্যা এবার নতুন রূপে। ইন্দ্রাক্ষীর চরিত্রের নাম লগ্না। হিরোর একমাত্র আদুরে বোন হয়ে ফিরছে ইন্দ্রাক্ষী। সে খুব জেদী একজন। তাজে দেখা যাবে দুর্গাপুজোয় বাড়ির সোনার সঙ্গে নাচ করতে। তবে মাত্র ৩দিন শুটিং হয়েছে। তাই বলা যাচ্ছে না পজেটিভ না নেগেটিভ। কিন্তু অনুমান এবারেও খলনায়িকা হবে এই নায়িকা।

Trending