Connect with us

Bangla Serial

TRP: আবার জি বাংলাকে হারিয়ে টিআরপিতে সেরা জলসা! পিছিয়ে নেই জ্যাস সান্যালও! টান টান উত্তেজনার পর্ব নিয়ে দর্শক মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে জগদ্ধাত্রী

Published

on

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহতেও বেরিয়ে গেল বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা। গত কাল অর্থাৎ বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস থাকার কারণে আজ অর্থাৎ শুক্রবার প্রকাশ পেল টিআরপি তালিকা। যেখানে গত কয়েক সপ্তাহের মত এই সপ্তাহেও শীর্ষস্থান দখল করেছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ এবং দ্বিতীয় স্থান দখল করেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। তার প্রাপ্ত নম্বর ৮.৪।

শুরুর প্রথম থেকেই টিআরপি তালিকায় বেশ ভালো ফল করে এসেছে এই ধারাবাহিকটি। তবে কয়েক সপ্তাহ শীর্ষস্থান দখল করবার পর থেকেই প্রায় প্রতি সপ্তাহতেই তাকে দেখা যাচ্ছে দ্বিতীয় স্থানে। একঘেয়ে সাংসারিক কুট কচালী বাদ দিয়ে একপ্রকার ডিটেকটিভ ধর্মী গল্প নিয়েই এসেছে এই ধারাবাহিকটি যা দর্শকদের বেশ পছন্দ হয়ে উঠেছে।

কিছুদিন আগে দেখা গিয়েছিল কৌশিকী মুখার্জিকে মা’রার জন্য তার শত্রুরা চক্রান্ত করেছিল আর যার ফলে কৌশিকী মুখার্জির একমাত্র মেয়ে কাঁকনের গুলি লাগে। এবং সে হাসপাতালে মৃ’ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর উল্টোদিকে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু দুজনে মিলে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে আসল চক্রান্তকারীকে খুঁজে বার করার। আবার স্বয়ম্ভুর বাবা যাতে তাকে আপন করে নেয় সেই প্রমাণ সকলের সামনে হাজির করেছে জগদ্ধাত্রী।

এই সব কিছু নিয়ে এখন প্রতিদিনই টানটান উত্তেজনার পর্ব দেখানো হচ্ছে জি বাংলার এই জগদ্ধাত্রী ধারাবাহিকটিতে। যা বর্তমানে দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং অভিনেতা সৌমদীপ মুখার্জী। তাদের জুটিও দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। তাই এবার দেখার পালা কতদিন জগদ্ধাত্রী নিজেদের এই জনপ্রিয়তা ধরে রাখতে পারে।

এই সপ্তাহের বাংলার সেরা ৫

১ম •• অনুরাগে ছোঁয়া (৯.১)

২য় •• জগদ্ধাত্রী (৮.৪)

৩য় •• গৌরী এলো (৭.৮)

৪র্থ •• নিম ফুলের মধু (৭.৬)

৫ম •• বাংলা মিডিয়াম | পঞ্চমী (৭.২)

Trending