Bangla Serial
Jagadhatri: এক মাস হল না এর মধ্যেই খেল দেখাতে শুরু করেছে জগদ্ধাত্রী! হেরে গেল গাঁটছড়াও! তবে কি খড়ির দিন শেষ? আশঙ্কার দিন গুনছে ভক্তরা

এ পর্যন্ত বাংলা টেলিভিশনের ইতিহাসে একের পর এক নতুন নতুন সিরিয়াল এসেছে এবং কিছু কিছু সিরিয়াল শুরু হওয়া মাত্রই দর্শকদের পছন্দের হয়ে উঠেছে। এমন অনেক সিরিয়াল রয়েছে যেগুলি থেকে আমরা প্রচুর নতুন এবং জনপ্রিয় তারকাদের পেয়েছি এছাড়াও গল্প জোরদার হওয়ায় বিষয়বস্তুর দিক দিয়ে তাড়াতাড়ি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে।
তেমনই এক ধারাবাহিক হয়ে উঠেছে জগদ্ধাত্রী। একমাস হয়নি এই সিরিয়াল শুরু হয়েছে আর এর মধ্যেই টিআরপিতে প্রভাব ফেলল। দীর্ঘদিন ধরে চলে আসা স্টার জলসার অন্য একটি সিরিয়ালকে রীতিমতো হারিয়ে সেরা হয়ে উঠলো জি বাংলায় নতুন শুরু হওয়া জগদ্ধাত্রী। গাঁটছড়া হেরে গেলো তার কাছে। আশঙ্কা আগেই ছিল, এবার দেখা যাচ্ছে সেটাই সত্যি হল। স্লট এবার হাতছাড়া হল হল গাঁটছড়ার।
খড়ি-ঋদ্ধির ভক্তদের কাছে নিসন্দেহে এটা মন খারাপ করে দেওয়ার মত খবর। কারণ যা দেখা যাচ্ছে খুব জলদি বেঙ্গল টপার হয়ে হয়ে উঠতে পারে জগদ্ধাত্রী। শুরুর ১ মাসের মধ্যে এত ভালো ফল সেদিকেই তো ইঙ্গিত করছে। যদিও এই দুই সিরিয়ালের মধ্যে ফারাকটা উনিশ আর বিশ। জগদ্ধাত্রী পেয়েছে ৭.৩ আর গাঁটছড়া পেয়েছে ৭.২।
তবে তফাৎটা একটুখানি হলেও তা বিশাল ভয় ধরিয়ে দিয়েছে খড়ি-ঋদ্ধির ভক্তদের মনে। কারণ শুধু এই ধারাবাহিক নয় নতুন শুরু হওয়া ধারাবাহিক বিশাল রদবদল করিয়ে দিয়েছে টিআরপি তালিকায়। তাহলে কি খড়ি-ঋদ্ধি ম্যাজিক শেষ হতে চলেছে? কিছুদিন আগে এই চিন্তা শুরু হয়েছিলো মিঠাই ভক্তদের মনে। কারণ দীর্ঘদিন টিআরপি তালিকায় সবার উপরে থাকা মিঠাই আস্তে আস্তে নিচে নামতে শুরু করেছিল। এবার এই একই আশঙ্কা ঘনীভূত হচ্ছে গাঁটছড়া ভক্তদের মনের মধ্যে।
* প্রথম – গৌরী এলো (৮.২)
* দ্বিতীয় – জগদ্ধাত্রী (৭.৩)
* তৃতীয় – গাঁটছড়া (৭.২)
* চতুর্থ – ধুলোকণা (৭.১)
* পঞ্চম – মিঠাই (৬.৭)
* ষষ্ঠ – আলতা ফড়িং (৬.৪)
* ষষ্ঠ – লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৪)
* সপ্তম- সাহেবের চিঠি (৬.২)
* অষ্টম – মাধবীলতা (৬.১)
* অষ্টম – অনুরাগের ছোঁয়া (৬.১)
* নবম – খেলনা বাড়ি (৬.০)
* দশম – নবাব নন্দিনী (৫.৪)
-
Tollywood10 months ago
তৃণা সাহার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ অভিষেক-পত্নীর! ‘এবার বাড়াবাড়ি করছেন’, সংযুক্তাকে দুষছে নেটপাড়া
-
Tollywood3 months ago
Aparajita Adhya: শাড়ি এখন অতীত, খোলামেলা পোশাকে লক্ষ্মী কাকিমা হয়ে উঠলো ল্যাক্স! অপরাজিতা আঢ়্যর ছবি দেখে ঢোক গিললো ভক্তরা
-
Bangla Serial8 months ago
মিঠাই ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী!চলে গেলেন অন্য চ্যানেলের ধারাবাহিকে, মন খারাপ মিঠাই ভক্তদের
-
Bangla Serial8 months ago
নিজের বোনকে বিয়ে করে নিয়েছে মোদক পরিবারের ছোট ছেলে! তবুও সিডি বয়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলল ওমি আগারওয়াল, ভাইরাল তার সোশ্যাল মিডিয়া বার্তা
-
Tollywood9 months ago
অবশেষে গ্রেফতার হলেন মৃত অভিনেত্রী পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী
-
Bangla Serial6 months ago
Mithai: মিঠাই শেষ হচ্ছে আগামী ২৮শে আগস্ট রাত আটটায়, পোস্টে পোস্টে ছয়লাপ ফেসবুক! মুখ খুললেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস, সত্যিটা করলেন স্বীকার
-
Bangla Serial8 months ago
‘যে যা ভাবছে ভাবুক, আমার সঙ্গে আদৃতের সম্পর্ক নিয়ে কিছু বলার নেই’, এবার সিডি বয়-মিঠাইয়ের ঝগড়া নিয়ে মুখ খুলল সৌমিতৃষা!আদৃতের সঙ্গে যে তার কথা বন্ধ ঘুরিয়ে জানাল সেটা
-
Bangla Serial10 months ago
বছরের-পর-বছর অভিষেককে বাদ দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! ‘এখন তাদের থেকে টাকা নেব আমি?’, মিথ্যা অভিযোগ ঘিরে সরব অভিষেকের স্ত্রী সংযুক্তা!