Connect with us

Bangla Serial

Mithai-Nanda: অবশেষে আদৃতের সঙ্গে সম্পর্ক স্বীকার করে নিল কৌশাম্বী! জন্মদিনের সিডের সঙ্গে কাটানো সময়ের ছবি দিয়ে কী প্রমাণ করতে চাইলেন নন্দা? জোর গুঞ্জন নেটপাড়ায়

Published

on

টলিউডের বিশেষ করে ছোট পর্দায় এখন যে দু তিনজন মানুষকে নিয়ে সব থেকে বেশি আলোচনা হয় তারা হলো জি বাংলার মিঠাই সিরিয়ালের তিন কলাকুশলী। তাহলে সিড মিঠাই আর নন্দা। এই তিনজনের মধ্যে সম্পর্কজনিত কোন গন্ডগোল হয়েছে বলে অনুমান করছেন নেটিজেনরা। কারণ মিঠাইয়ের জন্মদিনের পর থেকেই অনেক কিছু গুঞ্জন ভাসতে থাকে বাতাসে এবং মিঠাইয়ের আদৃতকে একসঙ্গে দেখা যায় না।

এর জন্য সকলেই কৌশাম্বীকে দায়ী করেন কারণ আদৃতের সঙ্গে তখন কৌশাম্বীর ঘনিষ্ঠতা বেড়েছিল যদিও একে অপরকে নিজেদের বেস্ট ফ্রেন্ড বলেই দাবি করেছিলেন তারা।তবে মিঠাই দুজনের জীবন থেকে ধীরে ধীরে সরে যায় এবং দেখা যায় যে নন্দা যেখানে রয়েছে সেখানে মিঠাই থাকে না। আবার নন্দা আর আদৃতের মধ্যে ভালো বন্ধুত্ব করে ওঠে এবং আদৃতের জন্মদিনে স্পেশাল সেলিব্রেশনে একমাত্র নন্দা ছিল তবে মিঠাই আদৃতকে শুভেচ্ছাটুকু জানায়নি। সেরকমই যখন পরশু কৌশাম্বির জন্মদিন ছিল তখন মিঠাই তাকেও উইশ করেনি। এদিকে মিঠাই উইশ করার জন্যই পরিচিত সকলের কাছে। সেখানে হঠাৎ করে আদৃত এবং কৌশাম্বীকে সে জন্মদিনের যখন উইশ করল না তখন জল্পনা আরো বাড়লো।

এবার গতকাল ভোর চারটে নাগাদ কৌশানবির দাদা একটা ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করো। যেখানে কৌশাম্বী আদৃত, আর্যেশ রয় তার সঙ্গিনী এবং কৌশাম্বীর দাদা ও হবু বৌদিকে দেখা যায়। এরপরে দুয়ে দুয়ে চার করে ফেলেন নেটিজেনরা এবং কালকে থেকে চলছে আদৃত এবং নন্দার নামে সমালোচনা এর ফলে মিঠাইয়ের নতুন প্রোমো নিয়ে কোনরকম উৎসাহই আর দেখাচ্ছে না কেউ।

আবার শুটিং সেটে যখন নন্দাকে কেক কাটতে দেখা গেছিল তখন মিঠাই কে দেখা যায়নি। কিন্তু গতকাল আবার তোর্সা এবং মিঠাই পরিবারের অন্যান্য মহিলা সদস্যরা যখন চিকেন কাবাব চিপস খাচ্ছিল তখন সেখানে নন্দা ছিল না মিঠাই ছিল। ফলে মিঠাই যতই অস্বীকার করুক এ কথা দিনের আলোর মতো স্পষ্ট যে মিঠাই আর নন্দার মধ্যে সম্পর্ক ভালো নেই। জোর গলায় দাবি করছেন মিঠাইয়ের ভক্তরা।

আর গতকাল রাতে বোমা ফেলে দিয়েছেন কৌশাম্বী চক্রবর্তী নিজেই। তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নিজের দাদা স্টোরিতে যে ফটো শেয়ার করেছিল সেই ছবিটাই শেয়ার করে ক্যাপশনে লিখেছেন সময়টা ভালো কাটলো।এখন মিঠাই এর ভক্তরা বলছে তাহলে কৌশাম্বী স্বীকার করে নিলেন যে আদৃতের সঙ্গে তার সম্পর্ক রয়েছে।তবে অনেকেই বলছে যে এটা বন্ধুত্বের সম্পর্ক স্বীকার করলেন তিনি আর কিছু নয়। ওরা দুজন ভালো বন্ধু ছিল আর থাকবে।

ইনস্টাগ্রাম এর পোষ্টের কমেন্ট বক্স অফ করে দিয়েছেন কিন্তু ফেসবুকের কমেন্ট বক্স অফ করতে পারেননি কৌশাম্বী আর তার পরেই মিঠাইয়ের ভক্তরা নন্দাকে যাচ্ছেতাই অপমান করে যাচ্ছে। এখন এর শেষ কোথায় কেউ জানে না। হয়তো আর্যেশ রয় আবার হুমকি দেবেন সাইবার সেলে অভিযোগ করার তারপরে থামবে বাকিরা।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending