Bangla Serial

একে একে সিরিয়াল ছাড়ছেন সকলে, এবার এই পথ ছাড়লেন ডিরেক্টর কৃশ বসু! ‘সবাই চলে গেলে এই পথ শেষ হয়ে যাবে’, হাহাকার করছেন দর্শকরা

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো এই পথ যদি না শেষ হয়। বর্তমানে ধারাবাহিকে টানটান সবপর্ব দেখানো হচ্ছে। কিন্তু এর মধ্যেই দর্শকদের আবার মন খারাপ হয়ে গেল।একেতে তাদের মন খারাপ ছিল উর্মিকে এইভাবে কোমায় পড়ে থাকতে দেখে তার উপর জানা গেল সিরিয়ালের পরিচালক ছেড়ে দিচ্ছেন ধারাবাহিক।

ইতিমধ্যেই ধারাবাহিকের শুরু থেকে ছয়বার মুখ পরিবর্তন হয়ে গেছে,এর মধ্যে ঠাম্মি আন্টি তিনবার চেঞ্জ হয়ে গেছে। কিছুদিন আগে দাদা ভাইয়ের চরিত্র পরিবর্তন হয়েছে। তার আগে কাকার চরিত্র বদল হয়েছিল। এছাড়াও মুমু চরিত্রের বদল হয়েছিল একদম শুরুতে। মিমির পরিবর্তন হয়েছে। অনেকেই ভয় পাচ্ছেন হয়তো অন্বেষা হাজরা কেও বদলে দেবে। সেটা হলে ধারাবাহিক আর কেউ দেখবে না।

এই পথের পর্ব পরিচালক ছিলেন কৃশ বসু। তিনি এর আগে ইউটিউবে ভিডিও পরিচালনা করেছেন এবং তার অনেকগুলি বিখ্যাত ইউটিউব চ্যানেল আছে কিন্তু জনপ্রিয় সিরিয়ালের কাজ বলতে গেলে এটাই প্রথম। স্বর্ণেন্দু সমাদ্দারের অধীনে তিনি কাজ করতেন আর তার যোগ্য পরিচালনাতেই প্রত্যেকটা পর্ব সুন্দর হয়ে উঠত।কিছুক্ষণ আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন যে তিনি আমাদের এই পথ যদি না শেষ হয় পর্ব পরিচালকের পদ ছাড়লেন।

ধারাবাহিকের কলাকুশলীরা সকলেই সেই পোস্ট শেয়ার করে লিখছে তোমাকে মিস করবো ক্যাপ্টেন। কেন তিনি ছাড়লেন এই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।অনেকে বলছে যে হয়তো তিনি ভালো কোনো কাজ পেয়েছেন আবার অনেকে বলছে যে ক্রেজি আইডিয়াজের সঙ্গে তার হয়তো কোনো মতান্তর হয়েছে। তবে তিনি নিজে এখনো কিছু প্রকাশ করেননি।

এই খবর শুনে ধারাবাহিকের ভক্তরা ভীষণ দুঃখ পেয়েছেন। তারা এখন সোশ্যাল মিডিয়ায় হাহাকার করছেন। অনেকে বলছেন যে তোমার কোনো আবেগ নেই এই ধারাবাহিকের প্রতি যে তুমি ছেড়ে দিলে? এক এক করে তো সবাই ছেড়ে চলে যাচ্ছে। যদিও অনেকেই বলছেন যে কিছু না জেনে কৃশকে দোষারোপ করা ঠিক নয়।

Piya Chanda