Bangla Serial
Mithai: টিআরপি চাই না, ভালোবাসা চাই! এতদিন ধরে টিআরপি টপার হতে পারছে না মিঠাই তবু আফসোস নেই নায়িকার! জনপ্রিয়তা চাই সৌমিতৃষার

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলায় ‘মিঠাই’। যেটি দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে দর্শকের মন সমান ভাবে জয় করে যাচ্ছে। তবে টিআরপি তালিকায় এই ধারাবাহিকের জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে। ধারাবাহিকের গল্প পরিবর্তন অতটা পছন্দ করেনি দর্শক।
যারফলে একটা সময় যে ধারাবাহিক টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে থাকত এখন সেই ধারাবাহিক টিআরপি তালিকাতে টিকে থাকার জন্য লড়াই করে। তবে মাঝে সেরা দশে কষ্ট করে দেখা গেলেও বর্তমানে বেশ কিছুটা জনপ্রিয়তা আবার বৃদ্ধি পেয়েছে। এখন মিঠাইকে ষষ্ঠ,সপ্তম, অষ্টম এই স্থানগুলিতেই দেখতে পাওয়া যায়।
কিন্তু একটা সময় এত জনপ্রিয়তা আর সেখান থেকে এখন এতটা কমে যাওয়া এই নিয়ে মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর মতামত কি? প্রসঙ্গত মিঠাইয়ের জনপ্রিয়তার কিন্তু একটা বড় কারণ হলো এই অভিনেত্রীর সাবলীল অভিনয়। দর্শকরা মিঠাই চরিত্রে অভিনেত্রীকে দারুন ভাবে ভালোবাসা দিয়েছে। তবে ধারাবাহিক এখন কিছুটা জনপ্রিয়তা হারালেও তার মধ্যে কিন্তু প্রাণোচ্ছলতা কমেনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান যে দুবছর ধরে একটা ধারাবাহিক চলা বর্তমান সময়ে একদমই সহজ বিষয় নয়। তার মতে টিআরপি গুরুত্বপূর্ণ হলেও মানুষের ভালোবাসা তার কাছে আরও বেশি প্রাধান্য পায়। অভিনেত্রী জানান অনেক সময় অনেক মানুষের থেকে এত ভালোবাসা পেয়েছেন তিনি, যা নাকি কল্পনাও করতে পারেননি। মিঠাইয়ের প্রতি দর্শকদের এই অগাধ ভালোবাসা নাকি তাকে সবথেকে বেশি মুগ্ধ করেছে।
তবে সম্প্রতি ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে মিঠাই চরিত্র মা’রা গেছে এবং সেই জায়গায় প্রবেশ করেছে মিঠি নামক একটি চরিত্র। চরিত্র আলাদা হলেও অভিনেত্রী কিন্তু সেই সৌমিতৃষাই। তবে অভিনেত্রীর কাছে মিঠাইয়ের থেকেও নাকি মিঠি বেশি পছন্দের। কারণ তিনি বর্তমানকে বেশি প্রাধান্য দিয়ে থাকতে পছন্দ করেন। এদিন তিনি দুটি চরিত্রের মেলবন্ধন সম্পর্কে জানান যে প্রথম প্রথম কিছু সমস্যা হলেও এখন গোটা টিম সেই বিষয়টা নিয়ে বেশ অভ্যস্ত হয়ে পড়েছে। এই বিষয়ে ধারাবাহিকের পরিচালকের অবদানও নাকি অনস্বীকার্য।
-
Tollywood11 months ago
তৃণা সাহার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ অভিষেক-পত্নীর! ‘এবার বাড়াবাড়ি করছেন’, সংযুক্তাকে দুষছে নেটপাড়া
-
Tollywood4 months ago
Aparajita Adhya: শাড়ি এখন অতীত, খোলামেলা পোশাকে লক্ষ্মী কাকিমা হয়ে উঠলো ল্যাক্স! অপরাজিতা আঢ়্যর ছবি দেখে ঢোক গিললো ভক্তরা
-
Bangla Serial10 months ago
মিঠাই ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী!চলে গেলেন অন্য চ্যানেলের ধারাবাহিকে, মন খারাপ মিঠাই ভক্তদের
-
Bangla Serial10 months ago
নিজের বোনকে বিয়ে করে নিয়েছে মোদক পরিবারের ছোট ছেলে! তবুও সিডি বয়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলল ওমি আগারওয়াল, ভাইরাল তার সোশ্যাল মিডিয়া বার্তা
-
Tollywood10 months ago
অবশেষে গ্রেফতার হলেন মৃত অভিনেত্রী পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী
-
Bangla Serial8 months ago
Mithai: মিঠাই শেষ হচ্ছে আগামী ২৮শে আগস্ট রাত আটটায়, পোস্টে পোস্টে ছয়লাপ ফেসবুক! মুখ খুললেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস, সত্যিটা করলেন স্বীকার
-
Bangla Serial10 months ago
‘যে যা ভাবছে ভাবুক, আমার সঙ্গে আদৃতের সম্পর্ক নিয়ে কিছু বলার নেই’, এবার সিডি বয়-মিঠাইয়ের ঝগড়া নিয়ে মুখ খুলল সৌমিতৃষা!আদৃতের সঙ্গে যে তার কথা বন্ধ ঘুরিয়ে জানাল সেটা
-
Bangla Serial12 months ago
বছরের-পর-বছর অভিষেককে বাদ দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! ‘এখন তাদের থেকে টাকা নেব আমি?’, মিথ্যা অভিযোগ ঘিরে সরব অভিষেকের স্ত্রী সংযুক্তা!