Bangla Serial

Madhabilata: অসুর শশুর পুষ্পরঞ্জনকে জব্দ করতে আশ্বিন মাসেই সরস্বতী পুজো করে ফেলল মাধবী! ‘বরণ পার্ট টু, আবার আশ্বিন মাসে সরস্বতীর অকালবোধন’, ট্রোলিংয়ে ভরিয়ে দিচ্ছে নেটপাড়া

বর্তমানে প্রতিপক্ষ চ্যানেলে ধুন্ধুমার অবস্থা চলছে। মিঠাইয়ের সময় পরিবর্তনের খবর পেয়ে বয়কট জি বাংলা আন্দোলন শুরু হয়েছে হলে আশঙ্কা করা হচ্ছে বাকি সিরিয়াল গুলোর টিআরপি কমে যেতে পারে আর সেটা হলে স্টার জলসার লাভ। আর এর মধ্যেই জলসা নিজের প্রতিটা সিরিয়ালের নতুন নতুন প্রমো পরপর বোমার মত ছেড়ে যাচ্ছে।

সম্প্রতি সামনে এসেছে মাধবীলতার নতুন প্রমো। কিন্তু সেটা দেখে প্রশংসার বদলে উঠেছে কটাক্ষের ঝড়।তার কিছু কারণ আছে। সাধারণত আমরা জানি বাংলা ধারাবাহিকে মোটামুটি সমস্ত উৎসব পালন করা হয়। যখন যেরকম উৎসব বাস্তবে চলে ঠিক তার কিছু আগে বা কিছু পরে সেই সংক্রান্ত উৎসব দেখানো হয়। বর্তমানে যেমন সব ধারাবাহিকে দুর্গা পুজো বা তার পরবর্তী অনুষ্ঠান লক্ষ্মীপুজো দেখানো হচ্ছে। কিছু ধারাবাহিকে করবা চৌথ দেখানো হয়েছে। কিন্তু অসাধ্য সাধন করে ফেলেছে মাধবীলতা।

সে পুষ্পরঞ্জনের বাড়ি এসে আশ্বিন মাসেই ধুমধাম করে সরস্বতী পুজো করে ফেলেছে।অন্তত প্রমোতে সেটাই দেখা যাচ্ছে যে মা সরস্বতীর সামনে বসে সে নিজের নিরক্ষর শ্বশুর পুষ্পরঞ্জন কে হাতে খড়ি দেওয়া করাচ্ছে। সেটা দেখে সবুজ খুব মজা পেয়েছে আর বলছে যে বাপেরও বাপ আছে।

এটা দেখেই হাসির ঝড় উঠেছে কারণ মানুষ দুর্গা পুজো অকালবোধন শুনেছে। যেটা শ্রীরামচন্দ্র করেছিলেন কিন্তু এখানে তো মাধবীলতা সরস্বতীর অকালবোধন করে ফেললো আশ্বিন মাসে। অনেকেই বলছে যে সিরিয়ালের নাম করে ধর্ম নিয়ে যা খুশি ছেলেখেলা করছেন না? আবার অনেকেই বলছেন এটা তো বরণ ধারাবাহিকের দ্বিতীয় সিজন মনে হয়। সেখানে তিথি রুদ্রিককে এরকমভাবে হাতেখড়ি দেওয়া করিয়েছিল। সব মিলিয়ে এই গল্প যেদিন দেখানো হবে সেদিন যে আবার ট্রোলিংয়ের শিকার হবে মাধবীলতা এ কথা বলাই বাহুল্য।

Nira