Connect with us

Bangla Serial

Mithai Actor Marriage: পর্দায় নয় বাস্তবে! এই বছরই বিয়ের পিঁড়িতে সিদ্ধার্থ মোদক! মেয়েদের হৃদয় ভাঙলো বলে

Published

on

টলিপাড়ায় ভাসছে সানাইয়ের সুর। কারণ মোদক পরিবারের ছেলের বিয়ে। না না, পর্দায় না বাস্তবে হচ্ছে সেই বিয়ে।

জি বাংলার মিঠাই ধারাবাহিক কতটা জনপ্রিয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। টিআরপি প্রমাণ দিচ্ছে মানুষের ভালোবাসার। স্লট পাল্টে যাওয়ার পরেও সেরার স্থান ধরে রেখেছে মিঠাই আর উচ্ছে বাবুর কেমিস্ট্রি। মাঝে একটু মন্দা এসেছিল ঠিকই কিন্তু মিঠাই ফিরে আসতেই সোনার দিন দেখলো সিরিয়াল। তরতর করে উপরে উঠে গেল টিআরপি।

Mithai | Premiere Ep 529 Preview - Jun 28 2022 | Before ZEE Bangla | Bangla TV Serial - YouTube

যদিও আজ এসব নয়, বরং আলোচনায় মোস্ট এলিজিবল ব্যাচেলরের বিয়ে। খবর ছড়িয়ে পড়তেই ভাইরাল এই তারকা। মিঠাইয়ের সৌজন্যে তার একটা আলাদা খ্যাতি তৈরি হয়েছে। তাহলে কি সেই হবু বর আদৃত রায় মানে মিঠাইয়ের উচ্ছে বাবু?

না, এই পাত্র রাতুল। বাস্তবে এবার সাত পাক ঘুরবে অভিনেতা উদয় প্রতাপ সিং যে সিরিয়ালে উচ্ছে বাবুর বোনের স্বামী। আর পাত্রী দীর্ঘদিনের বান্ধবী অনামিকা চক্রবর্তী। একেও চেনে সবাই। অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন ধরেই যে সম্পর্কে রয়েছে উদয় সেটা লুকিয়ে রাখেনি নায়ক।

স্টার জলসার ‘এখানে আকাশ নীল’-এর হিয়া আর জি বাংলার মিঠাইয়ের নন্দাই রাতুল প্রেম করছে আর সেই প্রেম পরিণতি পাওয়ার অপেক্ষায়। প্রায় আড়াই বছর ধরে সম্পর্ক চলছে। এই বছরই সম্পর্ককে পরের ধাপে নিয়ে যাওয়ার ইচ্ছে উদয়ের।

Trending