Connect with us

Bangla Serial

Mithai: জয়দুর্গা রূপে বিশাল নাচানাচি করছে মিঠাই! ভক্তরা এরপর যা ভয় পেল ঠিক সেটাই হল কমেন্ট বক্সে…

Published

on

আর মাত্র চার দিনের অপেক্ষা, তারপরেই রবিবার ভোরবেলা বিনোদন চ্যানেলগুলোতে দেখা যাবে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান। ইতিমধ্যেই বিনোদন চ্যানেলগুলো জোর কদমে প্রচার শুরু করেছে কিন্তু এই অনুষ্ঠানগুলো নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে বেশ কয়েক সপ্তাহ ধরে।

প্রথমে তো তিনটে চ্যানেলের মা দুর্গা নির্বাচন নিয়ে উঠেছে প্রচুর প্রশ্ন। কালার্স বাংলা তে যেমন দেবী দুর্গা সেজেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত আর তাতে তিনি পেয়েছেন বুড়ি নেকি দুর্গা ট্যাগ।জি বাংলাতে শুভশ্রী গাঙ্গুলী ফের দুর্গা সেজেছেন আর এটা অনেকেই মানতে পারেনি। বিশেষ করে মিঠাই ভক্তরা চেয়েছিলেন মিঠাইকেই মহিষাসুরমর্দিনী রূপে দেখতে কিন্তু সেটা সম্ভব হয়নি।আবার স্টার জলসায় সোলাঙ্কি কে বাদ দিয়ে সোনামনি সাহাকে করা হয়েছে মহিষাসুরমর্দিনী যেটা অনেক সমালোচনার জন্ম দিয়েছে।

কিছুক্ষণ আগে জি বাংলার তরফ থেকে মিঠাইয়ের জয় দুর্গা রূপে একটি নাচের ভিডিও প্রকাশ করা হয়। যেটা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। গত বছর কমলে কামিনী সেজে মিঠাই নিজের নাচের স্টেপ ভুলে গেছিল। আমরা সকলেই জানি সৌমি খুব ভালো নাচে কিন্তু গত বছর ওরকম কেন হয়েছিল সেটা আমরা জানি না। এই বছর কী হয় সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছিলাম। মিঠাই এই বছর জয় দুর্গা রূপ সেজেছে।

নিরপেক্ষভাবে দেখতে গেলে গত বছরের থেকে মিঠাইয়ের নাচের পারফরম্যান্স অনেক ভালো হয়েছে এই বছর কিন্তু কিছু জন বলছেন যে তার নাচ দেখেই হাসি পাচ্ছে।একজন কমেন্ট বক্সে লিখেছেন তুবড়ির পর মিঠাইয়ের নাচ দেখে খুব হাসি পেল। অনেকজনই হাসির ইমোজি দিয়েছেন। প্রশ্ন করেছেন যে এত নাচ করার কী আছে। এরা কেউই মিঠাই ভক্ত নন এটা তো বোঝাই যাচ্ছে। মিঠাই কীরকম পারফরম্যান্স দেয় সেটা টিভিতে দেখলেই বোঝা যাবে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending