Connect with us

Bangla Serial

Mithai Breaking: বহু যুগ পর মিঠাইতে ফিরছে ধ্রুব সরকার, তবে এসেই নাচানাচি শুরু ছোট জায়ের সঙ্গে! ‘তোর্সাকে সময় দাও’, অনুরোধ ভক্তদের

Published

on

মিঠাই ধারাবাহিকে এখন টানটান উত্তেজনার একটা অধ্যায় চলছে। মুখে গুলি লেগেছে তার। বাড়ির সব থেকে আদরের বৌমার এই অবস্থা দেখে কেউ ঠিক থাকতে পারছে না। সেই সঙ্গে শান্তি নেই দর্শকদেরও।

মিঠাইয়ের বুকে গুলি লাগার পর থেকেই মন মেজাজ ভালো নেই মিঠাই রানীর দর্শকদের। তারপর আবার সে কোমায় চলে যাবার পর থেকে আরো ভেঙে পড়েছে অনুরাগীরা। সকলেই অপেক্ষা করছে আবার কখন চোখ তুলে চাইবে মিঠাই।

এদিকে মিঠাইকে সুস্থ করে তুলতে সবরকম চেষ্টা করে চলেছে তার উচ্ছে বাবু। এমনকি হল্লা পার্টি এসে গান শুরু করে দিয়েছে হসপিটালের মধ্যে। উদ্দেশ্য একটাই যদি সেই গান শুনে জ্ঞান ফেরে মিঠাইয়ের। পাশাপাশি ঠাকুরের কাছে রীতিমত প্রার্থনা করে চলেছে সিড।

এদিকে একটি নতুন ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। তাতে মিঠাই রানী তো আছেই কিন্তু তার সঙ্গে রয়েছে একটি বড় ধামাকা। অনেকদিন পর সৌমীতৃষার সঙ্গে দেখা গেল অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারকে। এই অভিনেতা মিঠাইয়ে সোম চরিত্রে অভিনয় করেছে।

দুজনের নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়ে গেছে। দুর্দান্ত নাচে দুজনেই এ কথা বলাই বাহুল্য। সেটা দেখে দর্শকরা যত না খুশি হয়েছে তার থেকেও বেশি খুশি হয়েছে ধ্রুবজ্যোতিকে আবার ফিরে আসতে দেখে।

আর পুরনো অভিনেতাকে সঙ্গে পেয়ে অভিনেত্রী নিজেও যে খুশি তার প্রমাণ মিলেছে এই ভিডিও থেকে। সে লিখেছে ক্যাপশনে যে বহুদিন পর পুরনো ডান্স পার্টনারের সঙ্গে নাচ করল। ভিডিও এ প্রচুর মানুষ লাভ রিয়েক্ট দিয়েছে। এছাড়াও কমেন্ট বক্সে সকলেই জানিয়েছে তারা খুব খুশি যে সোম চরিত্রে অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার আবার ফিরে আসছে। দুজনেই কালো পোশাকে দুর্দান্ত স্টেপে নেচে ঝড় তুললো।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending