Connect with us

Bangla Serial

Mithai: মিঠাইয়ের চেয়ে মিঠি’র ওপর দরদ বেশি! হল্লা পার্টির উপর ক্ষাপ্পা মিঠাই ভক্তরা! জিতবে কী সিডের ভালোবাসা?

Published

on

‘মিঠাই’ ধারাবাহিকে মিঠাইয়ের প্রত্যাবর্তনের জেরে মোড় ঘুরেছে গল্পের! আসলে বাঙালির সিরিয়াল প্রেম প্রশ্নাতীত! বাঙালির সিরিয়াল প্রেমের তালিকায় রয়েছে বিভিন্ন সিরিয়াল! যদিও সম্প্রতি একাধিক চ্যানেলে বহু সিরিয়াল বন্ধ হয়ে চালু হয়েছে বিভিন্ন নতুন নতুন সিরিয়াল! কিন্তু তা সত্ত্বেও কোথাও গিয়ে বাঙালির সিরিয়াল প্রেমে কিন্তু কোনও খামতি আসেনি! আর বর্তমানে টেলিভিশনের পর্দায় চলা বিভিন্ন ধারাবাহিকের মধ্যে অন্যতম পুরনো ধারাবাহিক হল মিঠাই! উচ্ছে বাবু ও মিঠাইয়ের প্রেমের রসায়নে দীর্ঘদিন বুঁদ ছিল বাঙালি দর্শক! যদিও সেখানে এখন ভাটা চললেও এই ধারাবাহিকে টুইস্টের কোনও অভাব নেই!

আসলে একটা সময় টেলিভিশনের পর্দায় মিঠাই’কে হারানো ছিল দুঃসাধ্য! বেশ কয়েকবার স্থানচ্যূত হলেও ফের দাপটের সঙ্গে ফিরে এসে নিজের স্থান দখল করেছে পর্দার মিঠাইরানী! একটা সময় টিআরপি কুইন বলা হত তাঁকে! টিআরপি তালিকায় প্রথম স্থান থেকে তাঁকে টলানো যে ভীষণ চাপের তা হাড়েহাড়ে বুঝত বিভিন্ন চ্যানেলে চলা ধারাবাহিকগুলি! যদিও সেই স্বর্ণ সময় অতীত! এখন টিআরপি তালিকায় প্রথম ১০-এও নেই মিঠাই! যদিও এই ধারাবাহিককে ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনা’র অভাব নেই!

ধারাবাহিকে মিঠাইয়ের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশ্নের সৃষ্টি হয়েছে! যেমন মিষ্টি বানানো ব্যতীত মিঠাইয়ের আর অন্য কোন কিছুই মনে নেই, দর্শকদের কাছে চমক হিসেবে এসেছে মিষ্টি নামের একটি ছোট্ট মেয়ে! সে সিদ্ধার্থ ও মিঠাইয়ের সন্তান কিনা তা জানা যায়নি। বর্তমানে এক অত্যন্ত লোভী মিষ্টি বিক্রেতার বাড়িতে আশ্রিতা হিসেবে রয়েছে তাঁরা দু’জন! তার নির্দেশই নিজের মুখের ঘোমটা পর্যন্ত তুলতে পারে না মিঠাই!

তবে এইসবের মাঝেই তাঁদের জীবনে এসে পড়েছে সিদ্ধার্থ! মিষ্টির সঙ্গে এক অসমবয়সী বন্ধুত্ব তৈরি হয়ে গেছে তাঁর! মিষ্টির প্রতি এক টান অনুভব করে সে! মিষ্টির মা মিঠাই সেই হিসেবে মিঠাইয়ের সঙ্গে সিদ্ধার্থ’র পরিচয় হয়েছে! তবে মুখ ঘোমটায় মুখ ঢাকা থাকার জেরে মিঠাইয়ের মুখ দেখতে পাইনি সিদ্ধার্থ!

কিন্তু মহাশিবরাত্রি’র বিশেষ পর্বে বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেখা হয় তাঁদের! দেখেও দু’চোখ জুড়িয়ে যায় দর্শকদের! সিদ্ধার্থ-মিঠাই মুখোমুখি হয়েছে ঠিকই কিন্তু শেষ মুহূর্তে নফর বাবুর লোকজন এসে সিদ্ধার্থকে টেনে দূরে সরিয়ে নিয়ে যায় অন্যদিকে মিঠাইকেও বস্তাবন্দি করে নিয়ে চলে যায়। এই ঘটনার পর মিঠাই’কে খুঁজে পেতে বদ্ধপরিকর সিদ্ধার্থ, আর স্মৃতি হারিয়ে কিছুই বুঝতে পারছে না অসহায় মিঠাই! এবার দেখার আগামী পর্বে কী চমক অপেক্ষা করছে!

কিন্তু মোদক বাড়ির সবাই এখন মিঠাইয়ের থেকে মিঠি’কে বেশি ভালোবাসছে, এমনটাই দেখানো হচ্ছে! ‘ভিলেন’ হয়ে গিয়েছে একসময়ের প্রিয় ঠাম্মি। কারণ তিনি চান সিদ্ধার্থ আর মিঠির সম্পর্কটা যেন মজবুত হয়। মিঠিকেই স্ত্রীর মর্যাদা দিতে হবে সিদ্ধার্থকে, এমন কথা তিনি কড়াভাবে নাতিকে জানিয়ে দিয়েছেন।

Mithai 28 November Full Episode | Mithai Today Episode

এমনকী হল্লা পার্টি’ও এখন মিঠাইয়ের থেকে মিঠি’কে বেশি পছন্দ করছে! তাতেই ক্ষেপেছে ভক্তকূল! সোশ্যাল মিডিয়ায় নেটমাধ্যম ব্যবহারকারীরা লিখেছেন, “রাইটার এতটা স্বার্থপর ভাবে কেনো প্রেজেন্ট করছে,,,শ্রী কথা টা কিভাবে বললো যে by any chance মিঠাই বেচে থাকে তাহলে মিঠি আর দাদাভাই এর সম্পর্ক টা কোথায় গিয়ে দাঁড়াবে,,মানে সিরিয়াসলি মিঠাই ফিরে আসতে পারে ভেবে এদের আনন্দ না হয়ে এরা ইনসিকিউরিটি তে ভুগছে মিঠি কে নিয়ে,,,,ওরা এত তাড়াতাড়ি ভুলে গেলো মিঠাই এর অবদান,,,,মিঠাই বেঁচে থাকলেও যেনো আর সিড এর লাইফে না ফেরত আসে এদের দেখে এমন এই মনে হচ্ছে,,

তিনি আর‌ও লিখেছেন, আর তোর্সা তো চাইছে মিঠি আর সিড কে বেধে রাখতে যেন ওরা মিঠাই বেচে আছে এটা নিয়ে কোনো ইনভেস্টিগেট না করে! এরা ভুলে গেলো মিঠাই কে সিড ঠিক কতটা ভালোবাসে,,সিড এর জীবন এ মিঠাই কত টা ইমপোরটেন্ট,,,,এদের আচরণ গুলো চোখে ভীষণ ভাবে বাধছে,,,
এইবার ভয় হচ্ছে মিঠাই ফিরে এলে এরা না মিঠাই এর কান ভাঙায়! মিঠি এত দিন কি কি করেছে শাক্য আর সিড এর জন্য এইসব বলে না আবার মিঠাই কেই শেষ মেষ বাড়ি ছাড়া করে!”

Trending