Bangla Serial

Mithai: টিআরপি তালিকায় শীর্ষস্থান থেকে এখন প্রায় তলানির দিকে, ‘প্রোমো দেয় না, বিরক্তিকর গল্প’, মিঠাই ভক্তদের ক্ষোভ বাড়ছে লেখিকা আর চ্যানেলের উপর

জি বাংলার মিঠাই ধারাবাহিকটি বাংলা টেলিভিশনে খুবই জনপ্রিয়। যার জনপ্রিয়তার কারণে এই ধারাবাহিকটি বহু সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছিল। সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে মিঠাইয়ের টিআরপি পয়েন্ট অনেকটাই কমে গেছে। গত সপ্তাহে কিছুটা কম হতেই মিঠাই ভক্তরা অনেকেই ধারাবাহিকের গল্প পরিবর্তন নিয়ে সমালোচনা করেছিলেন।

Mithai মিঠাই Discussion - Ek Ajnabi Haseena Se Mulaqat Ho Gaye - Page 135 | Bengali Shows

কিন্তু এই সপ্তাহে “মিঠাই” ধারাবাহিকটির ফল আরো খারাপ। টিআরপি পয়েন্টে মাত্র ৬.৬ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে মিঠাই।স্বভাবতই মিঠাই ভক্তরা বেজায় চটেছে ধারাবাহিকের উদ্যোক্তা এবং লেখিকার ওপর। ভক্তদের একাংশের মত প্রথমত খুব খারাপ গল্প লেখার কারণ আর দ্বিতীয়ত চ্যানেলে প্রোমো না দেওয়ার ফলে মিঠাইয়ের এত খারাপ ফল।

000002046ebea8c1c4bc4d629fb7bbb00b73fc9b
প্রসঙ্গত ধারাবাহিকে কিছুদিন আগেই মোড় ঘুরিয়ে একটি নতুন ভিলেন আনা হয়েছে। আর যার ফলে তাদের পারিবারিক সমস্যার থেকে বাইরের সমস্যা বেশি তুলে ধরা হচ্ছে। আগে যে কারণে ধারাবাহিকটিকে দর্শক পছন্দ করত সে সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছে। ধারাবাহিকটিতে মানুষের মন জেতার কারণ হিসেবে দেখানো হতো তার একান্নবর্তী পরিবার যেখানে সবাই মিলে মিশে আনন্দ করে জীবন কাটায়। তাদের খুঁটিনাটি নিয়েই এই ধারাবাহিক চলত। এর সাথে সিদ্ধার্থ আর মিঠাইয়ের খুনসুটিতো থাকতই।

0000020218e5474f54df4989a07730b24eb30fec

কিন্তু বর্তমানে তাদের পারিবারিক যেসব সমস্যাগুলো বা গল্পগুলো ছিল তার সবই বাদ দিয়ে। এখন হঠাৎ করেই নতুন ভিলেন কাউন্সিলর প্রমিলা লাহার চক্রান্ত নিয়ে পড়ে রয়েছে ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের গল্পের মধ্যে যে বাস্তবতা ছিল সেটিকেই দর্শক আগাগোড়া পছন্দ করে এসেছে। কিন্তু বর্তমানে ধারাবাহিকটির গল্প অবাস্তবতার দিকেই এগিয়েছে, যার ফলে দর্শক আর পছন্দ করছে না মিঠাইকে। তাই বর্তমানে মিঠাই ভক্তদের এই ধারাবাহিকের লেখিকা শাশ্বতী ঘোষের কাছে চাহিদা যে যত তাড়াতাড়ি সম্ভব মিঠাইয়ের গল্পে বদল এনে সব আগের মতোই করা হোক।

Mithai: মোদক পরিবারের সামনে নতুন ঝড়, সোমের পাশে কি দাঁড়াতে পারবে মিঠাই | new trouble comes to mithai family upcoming episode bjc

Nira