Connect with us

    Bangla Serial

    Mithai: শ্রীয়ের অ্যারেস্ট হওয়া নিয়ে কাছাকাছি আসছে শ্রী আর রাতুল, পাশে মিঠাই! আবার পুরোনো ফর্মে মিঠাই রানী, অধীর অপেক্ষায় ভক্তরা

    Published

    on

    বহু ধারাবাহিকের ন্যায় জি বাংলায়(Zee Bangla) সম্প্রচারিত ধারাবাহিক মিঠাইতে(Mithai) আমরা দেখেছি তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে। বলা যেতে পারে অল্পবিস্তর পরকীয়ার আভাস মিলেছে। আসলে মিঠাই ভক্তরা সমগ্র মনোহরাকেই ভালোবেসে। আর সেই কারণেই প্রত্যেকটি চরিত্রের জীবনে কি ঘটনা ঘটছে তা বিশেষ গুরুত্ব রাখে তাঁদের জীবনে।

    মিঠাই-সিদ্ধার্থ’র পাশাপাশি এই ধারাবাহিকে দর্শকদের অত্যন্ত পছন্দের চরিত্র রাতুল ও শ্রী! আর তাঁদের সংসারেই ধরেছে ভাঙন। উপস্থিত হয়েছে তৃতীয় ব্যক্তি। পায়েল। রাতুল আর শ্রী’র মাঝে পায়েল এসে দূরত্ব তৈরি করেছে। প্রতিপদে সে অপদস্থ করছে শ্রী’কে। তবে মিঠি’র মতোই এই লড়াইয়ে শ্রী’র পাশে রয়েছে মিঠাই।

    মিঠাই ধারাবাহিকের অনুগামীরা শুধুমাত্র যে মিঠাই আর সিডকে ভালোবাসেন তা কিন্তু নয়, মনোহরার প্রত্যেক সদস্যকে ভালোবাসেন তারা। আর তাই তো লেখিকা শুধুমাত্র সিড-মিঠাই এর কাহিনী রাখেননি, রেখেছেন প্রত্যেক সদস্যের জীবনের কাহিনী। আর তা দেখে এক ভক্ত সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ‘আমার মনে হয়, মিঠি আর মিঠাইয়ের মধ্যেকার ডিফারেন্স বোঝাতে এটা করা হচ্ছে। মিঠি যত‌ই সবার জন্য করুক না কেন, শ্রী’কে এই মুহূর্তে একমাত্র মেন্টাল সাপোর্ট দিতে পারে মিঠাই। আর সেটাই ও দিচ্ছে।’

    এক‌ইসঙ্গে শ্রী’র হয়ে কলম ধরে তিনি লিখেছেন, ‘শ্রী’র মতো স্ট্রেট ফরোয়ার্ড মেয়ে কখনোই নিজের ফিলিংস অন্য কারোর সঙ্গে শেয়ার করবে না এটা রাতুলের বোঝা উচিত ছিল। তবে শ্রী রাতুলকে পাগলের মতো ভালোবাসে। দেখা যায় কী হয়। ভালো কিছুর অপেক্ষায় রইলাম। জয় গোপাল।’

    উল্লেখ্য, ধারাবাহিকের এই টানটান উত্তেজনার মধ্যেই গুঞ্জন উঠেছে, যে নতুনকে জায়গা করে দিতে নাকি শেষের পথে মিঠাই ধারাবাহিক। আগামী ২৩ শে মার্চ নাকি শেষ হয়ে যাবে পর্ব। মিঠাই শেষের খবরের দুঃখিত, আবেগ তাড়িত ভক্তরা। আসলে কোথাও গিয়ে এই ধারাবাহিক বাঙালি দর্শকদের পরিবারের অংশ হয়ে উঠেছিল। যদিও এখন‌ও সবটাই গুঞ্জন।

    Trending