Bangla Serial

Mithai: মাঝরাতে ইউটিউব দেখে স্ত্রীর লম্বা একঢাল চুল বেঁধে দিল উচ্ছে বাবু! তারপর কী হল? আজকের পর্বের স্পেশাল গল্পটা মিস করবেন না কিন্তু

জি বাংলা মিঠাই ধারাবাহিক শুধু জি বাংলা নয়, প্রায় প্রতিটি বাঙালি পরিবারের আদরের মেয়ে-জামাই হয়ে উঠেছে। এখনো ভর্তি পরিবারের গল্প আজকাল খুব কম দেখা যায় আর সেই কারণেই দর্শকরা খুব তাড়াতাড়ি আকর্ষিত হয়েছে এই ধারাবাহিকের প্রতি।

কিন্তু মাঝখানে একসময় ডুবে গিয়েছিল মিঠাই। তাই আবার দর্শকদের আকর্ষণ ধরে রাখতে একটি ধামাকেদার পর্ব দেখানো হয়। যেখানে রুদ্র-নিপা পালিয়ে বিয়ে করে এমনটা দেখানো হয়। কিন্তু সেই এপিসোডেও আরো একটি চমক ছিল।

WhatsApp Image 2022 08 07 at 7.38.26 PM 2

হুট করে মিঠাই এর বুকে গুলি লেগে যায়। ওমি আগারওয়াল মাঝখান থেকে এসে সিদ্ধার্থকে গুলি করতে গিয়ে মিঠাইকে গুলি করে ফেলে। তারপর দর্শকরা চিন্তায় পড়ে গিয়েছিল যে আদৌ ধারাবাহিক আর হবে কিনা। যদিও তারপর মিঠাই সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে তবে এখনো পুরোপুরি সে সুস্থ হতে পারেনি। এদিকে স্ত্রীকে সুস্থ করে তুলতে যাবতীয় খাতির যত্ন করে চলেছে সিড।

WhatsApp Image 2022 08 07 at 7.38.26 PM 1

এরমধ্যে চলে এলো আজকের পর্বের একটি আপডেট। আজকের পর্বে আমরা দেখব যে নিপা রুদ্র অর্থাৎ স্বামীর সাথে এমন ব্যবহার করায় হেসে ফেলে উচ্ছে বাবু। রুদ্রকে বলে তোর অবস্থা যে কী হবে সেটাই ভেবে আমার হাসি পাচ্ছে। রুদ্র আবার এই খুনসুটিতে রেগে যায়।

WhatsApp Image 2022 08 07 at 7.38.26 PM

ওইদিকে নিপা তার বৌদি ভাইকে ধরে বলে সকাল সকাল মিঠাই যখন রান্নাঘরে আসে তখন উচ্ছে বাবু এখানে এসে চুপিচুপি কী করে? সে কি প্রেম করতে আসে? মিঠাই একটু লজ্জা পেয়ে যায়। এরপর সবাই যখন কফি খেতে ব্যস্ত সেই সময় রুদ্রর ফোনে একটা ফোন আসে এবং বলা হয় সানগ্লাসটা আসলে ওমি আগারওয়ালের।

WhatsApp Image 2022 08 07 at 7.38.25 PM

মিঠাই, সিদ্ধার্থ আর রুদ্র সবাই চিন্তায় পড়ে যায়। এরপর মিঠাই আর সিড বাড়িতে ফিরে আসে। মিঠাকে পরিষ্কার করে দেয় সিড নিজের হাতে। এরপরে উচ্ছে বাবুর নজর যায় মিঠাইয়ের চুলের প্রতি। বলে এখন আর মিঠাই চুল বাঁধে না কেন? উত্তরে মিঠাই বলে নিপার বাড়িতে থাকার সময় নিপাই চুল বেঁধে দিচ্ছিল তার। এরপর উচ্ছে বাবু দায়িত্ব নেয় মিঠাইয়ের চুল বেঁধে দেওয়ার।

এরপরেই শুরু হয় দুজনের প্রেমের মুহূর্ত। আসলে youtube দেখে উচ্ছে বাবু চুল বেঁধে দেয় আর তারপর আয়নার সামনে মিঠাইকে নিয়ে গিয়ে যখন প্রশ্ন করে যে ঠিকঠাক বেঁধেছে কিনা তা দেখে মিঠাই তাকে জড়িয়ে ধরে বলে সব কিছুর জন্য ধন্যবাদ।

Titli Bhattacharya