Connect with us

Bangla Serial

ঝগড়া ভুলে এই প্রথম একসঙ্গে শুটিংয়ের ফাঁকে রিল ভিডিও শুট করল সিড-মিঠাই! নিজের চোখেই দেখুন একই ফ্রেমে আদৃত এবং সৌমিতৃষাকে

Published

on

ভারত লক্ষ্মী স্টুডিও তে প্রত্যেকদিন জমিয়ে শুটিং হয় মিঠাই ধারাবাহিকের। স্টুডিওতে হওয়া মিঠাইয়ের শুটিং তো আমরা প্রত্যেকদিন টিভিতেই দেখে থাকি কিন্তু ভারত লক্ষ্মী স্টুডিও ভেতরের অংশটা অনেকটাই আমরা দেখে থাকি তারকাদের রিল ভিডিও থেকে।এখানে তারা শুটিংয়ের ফাঁকে বিভিন্ন ভিডিও এবং ছবি তোলেন ফলে স্টুডিও ভেতর সম্পর্কে একটা আইডিয়া ইতিমধ্যেই হয়ে গেছে দর্শকদের।

বিশেষ করে ভারত লক্ষ্মী স্টুডিও নিয়ে তো সকলের মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছে তার কারণ মিঠাই পরিবার এবং আমাদের এই পথ যদি না শেষ হয় পরিবার বিভিন্ন রিল ভিডিও শুট করে এখানে। মিঠাইকে আমরা প্রায়শই এখানে ভিডিও করতে গিয়ে এমন একটা ঘটনা ঘটেছে যা দেখে হেসে কুটিপাটি দর্শকরা।

সৌমিতৃষা এসে যখন দেখলো যে হাওয়ায় গাছের পাতা উড়ছে তখন দৌড়ে এসে নিজের আঁচল মেলে ভিডিও করার চেষ্টা করে যে হাওয়াতে তার আঁচল উড়বে ফিল্মি কায়দায়।কিন্তু তখন হাওয়া থেমে যায় আর দেখা যায় যে পিছনে আস্তে আস্তে হেঁটে আসছে আদৃত।যদিও এটা যারা খুব ভালো করে লক্ষ্য করেন তবেই তারা দেখতে পাবেন যে উচ্ছে বাবু পেছনে হেঁটে হেঁটে আসছে। তাই একসঙ্গে না হোক এক ফ্রেমে তো দুজনকে পাওয়া গেছে। এতেই মিঠাই ভক্তরা প্রচন্ড খুশি। মিঠাইয়ের দেওয়া ক্যাপশনটাও ভীষণ মজার। সে লিখেছে যে ফিল্মি কায়দায় আঁচল ওড়াতে গেলাম তখন হওয়া বন্ধ হয়ে গেল।

 

View this post on Instagram

 

A post shared by Tolly Tales (@tollytalesnews)

এমনিতেও মিঠাই আগেই জানিয়েছিল যে সিদ্ধার্থ এসব রিল ভিডিও করতে পছন্দ করে না। তাই মিঠাইয়ের সঙ্গে আদৃতকে আমরা কখনই এক ফ্রেমে একসঙ্গে দেখতে পাবো না। এইভাবে যদি পরোক্ষভাবে দেখা যায় তাহলে মন্দ কী?

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending