Mithai: আজ নয় তো আগামীকাল রাতেই গুলিবিদ্ধ হবে মিঠাই, সকাল থেকেই মন খারাপ দর্শকদের! ‘এমন দৃশ্য নিজের চোখে দেখতে হবে ভাবিনি’, মিঠাইয়ের এত বড় ক্ষতি দেখতে নারাজ দর্শকরা – Tolly Tales
Connect with us

Bangla Serial

Mithai: আজ নয় তো আগামীকাল রাতেই গুলিবিদ্ধ হবে মিঠাই, সকাল থেকেই মন খারাপ দর্শকদের! ‘এমন দৃশ্য নিজের চোখে দেখতে হবে ভাবিনি’, মিঠাইয়ের এত বড় ক্ষতি দেখতে নারাজ দর্শকরা

Published

on

মিঠাইয়ের নতুন প্রোমো তো আমরা দেখতেই পেয়েছিলাম। কিছুদিন আগেই এসেছিল নতুন প্রমো যেখানে আমরা দেখতে পেয়েছিলাম মিঠাই কে ওমি আগারওয়াল গুলি মারছে। যদিও ওমি এসে সিদ্ধার্থকে আবার মারতে গেছিল কিন্তু মিঠাই সামনে এসে যায়। নায়িকাদের গুলি খাওয়া দৃশ্য নতুন কিছু নয়। কিছুদিন আগে পিহু গুলি খেয়েছিল সৌমেন এর কাছে কিন্তু সেটাতে অতটা দুঃখ তৈরি হয়নি দর্শকদের মধ্যে কিন্তু মিঠাইয়ের এইগুলি খাওয়া দৃশ্যটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে ভক্তদের।

উচ্ছে বাবু যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন একটা ব্যাপার ছিল তার তিন মাসের মাথায় যখন মিঠাই গুলিবিদ্ধ হবে তখন দর্শকদের মন স্বাভাবিকভাবেই খারাপ হচ্ছে কারণ মিঠাইয়ের এত বড় ক্ষতি এখনো পর্যন্ত ধারাবাহিকে দেখা যায়নি। আজ থেকেই শুরু হয়ে গেছে প্রমো এপিসোড। যেখানে আমরা দেখতে পাবো সিদ্ধার্থ খুব রেগে রয়েছে মিঠাইয়ের ওপর কারণ মিঠাই তার বলাতেও ব্যবসার কাজে আসেনি। মিঠাইয়ের কিছু করার ছিল না। তাকে যেভাবে নীপারা আটকে দিয়েছিল সে বেরোতে পারেনি। আজকে একটা কথা বলতে মিঠাই যে আমার মরে গেলেও ভালো।

তবে সিদ্ধার্থ সত্যিই বুঝতে পারিনি যে কিছুক্ষণ পরে মিঠাই সত্যিই মৃত্যুমুখে চলে যাবে। দর্শকদের মন একটু খারাপ হয়ে যাচ্ছে সকাল থেকে কারণ এত হাসিখুশি আনন্দের মধ্যে মিঠাইকে গুলি খেয়ে পড়ে যেতে দেখা খুব কষ্টের। মিঠাই এত হাসি খুশি কিন্তু সে গুলি খেয়ে নিচে পড়ে যাবে।

এরপরে কী হবে সেটাই তো কেউ বুঝতে পারছে না। এক একজন এক এক রকম আন্দাজ করছে। কেউ বলছেন মিঠাই বেঁচে ফিরবে। সেটা তো আমরা সবাই জানি। স্মৃতি চলে যাবে মিঠাইয়ের, সিদ্ধার্থ তখন তাকে মনে করানোর চেষ্টা করাবে। এরকম ভাবেই মনে হচ্ছে সিধাই মোমেন্ট আসছে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

Trending