Connect with us

  Bangla Serial

  পল্লবীর মৃত্যুর পর ‘মন মানে না’ সিরিয়ালে নতুন মুখ হিসাবে কোন নায়িকার প্রবেশ? ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে শুরু হলো শুটিং

  Published

  on

  গত রবিবার ঘটে গেছে টেলিপাড়ায় এক মর্মান্তিক ঘটনা। মারা গেছেন টেলি অভিনেত্রী পল্লবী দে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে যে এটা আত্মহত্যা কিন্তু পরিবারের দাবি সাগ্নিক এবং আরেক বান্ধবী ঐন্দ্রিলা মিলে খুন করেছে পল্লবীকে।

  পল্লবী বর্তমানে কালার্স বাংলা সিরিয়াল মন মানে না সিরিয়ালে প্রধান ভূমিকায় অভিনয় করছিলেন। তার হঠাৎ মৃত্যুতে সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেছে। যদিও এর আগে শোনা গেছিল যে মন মানে না সিরিয়ালটি শেষ হয়ে যেতে পারে তার কারণ টুম্পা অটোওয়ালি এই সিরিয়ালের জায়গায় এসেছে এবং এই সিরিয়ালটিকে রাত নটায় পাঠানো হয়েছিল।

  তবে শোনা যাচ্ছে, পল্লবীর মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যেই আবার সিরিয়ালের শুটিং শুরু হয়েছে। তাহলে কি গৌরীর ভূমিকায় নতুন কোন মুখকে চটজলদি নিয়ে আসা হলো? যদিও পল্লবী ছাড়া অন্য কাউকে গৌরী হিসেবে মানতে কষ্ট হবে সাধারণ মানুষের তবুও সিরিয়াল তো থেমে থাকবে না।

  কিন্তু আমাদের কাছে যা খবর এসেছে তার থেকে জানা যাচ্ছে যে,সিরিয়ালের শুটিং শুরু হয়ে গেছে ঠিকই কিন্তু আগামী শুক্রবার এই সিরিয়ালের শেষ পর্বের শুটিং করা হবে যেখানে গৌরীর আকস্মিক মৃত্যু দেখানো হবে। অর্থাৎ গৌরীর চরিত্রে নতুন করে কেউ আসছে না এবং সিরিয়ালটি শেষ হবে।

  Trending