Bangla Serial

Nabab Nandini: নিজের বুদ্ধি দিয়ে আবার নবাবকে বাঁচালো নন্দিনী, ফের হারলো কমলিকা! ধীরে ধীরে জমে উঠছে নবাব নন্দিনী যার প্রমাণ মিলছে টিআরপিতেই

খুব সম্ভবত এক মাস হলে শুরু হয়েছে নবাব নন্দিনী ধারাবাহিকটি এবং অনেকেই কিন্তু আন্দাজ করতে পেরেছিলেন যে যেভাবে গল্প এগোচ্ছে তাতে টাইম স্লট পাওয়াটা সময়ের অপেক্ষা। পিলুর গল্প এতটাই বাজে হচ্ছে এবং পিলু চরিত্রটির আলাদা কোন অস্তিত্ব নেই। তাই ওই ধারাবাহিক আর দেখতে মানুষ চাইছিলেন না আর ধীরে ধীরে নবাব নন্দিনীর দর্শক সংখ্যা বাড়ছিল।

তবে ধারাবাহিক শুরুর তিন সপ্তাহের মধ্যেই নবাব আর নন্দিনীর বিয়ে হয়ে গিয়েছিল দেখে একটু চমকে গেছিলেন দর্শকরা।এত তাড়াতাড়ি নায়ক-নায়িকার বিয়ে তারা মানতে পারেননি কিন্তু এখন মনে হচ্ছে বিয়ে হয়ে গিয়ে ভালো হয়েছে কারণ যেভাবে নন্দিনী এসে টক্কর দিচ্ছে সেটা খুব ভালো লাগছে।সব থেকে বড় কথা এখানে শ্বশুরবাড়ির সকলেই খুব ভালো নন্দিনী সেরকম ভাবে অত্যাচারিত হচ্ছে বলা যাচ্ছে না কিন্তু বড় বৌদি তাকে বারবার নাকাল করার চেষ্টা করছে আর নন্দিনী পড়াশোনায় ফার্স্ট হওয়া মেয়ে, তার বুদ্ধি যথেষ্ট আছে। হয়তো সে বাইরের জগতের সঙ্গে খুব একটা পরিচিত নয় কিন্তু ঘরের ভেতরে বুদ্ধি দিয়ে এসে বারবার কামাল করে দিচ্ছে।

1 2

বিদেশী ক্লাবে খেলার রেজিস্ট্রি চিঠি নন্দিনী যেখান থেকে রেখেছিল সেখানে কমলিকার নির্দেশে বাড়ির কাজের বৌ সরিয়ে দেয় এবং পরে সেই চিঠি না পেয়ে নবাব পাগল‌ পাগল হয়ে যায়। সে দোষারোপ করতে থাকে নন্দিনীকে। কমলিকার মুখে তখন একগাল হাসি।

নন্দিনী তো অত বোকা মেয়ে নয় না। চিঠি হারিয়ে গেছে, ডুপ্লিকেট চিঠি দেবে ক্লাব, সেই টাকার মাথায় রয়েছে। সে ঠিক জব্দ করবে কমলিকা কে। আগামীকালের পর্বে সেটা দেখা যাবে।

2 2

সে এমন ভাবে পুলিশ অফিসার কে কোমল স্বরে কথা বলে যে পুলিশ অফিসার তার ব্যবহারে মুগ্ধ হয়ে চিঠি হারিয়ে যাওয়ার এফআইআর করে নেয়। সেই এফ আই আর নিয়ে এবার সে ক্লাবের অফিসে যায় এবং কর্তৃপক্ষকে যখন সে এফআইআর দেয় এবং বলে যে এবার তো আপনি ডুপ্লিকেট চিঠি দিতে বাধ্য তখন ক্লাবের যে ভারতীয় কর্তা কমলিকার নির্দেশে চলছিল সে সেটা দেখে চমকে যায়। এই ভাবেই আবার ডুপ্লিকেট রেজিস্ট্রি চিঠি পাবেন নবাব তাও শুধুমাত্র নন্দিনীর বুদ্ধিতে।

Nira