Connect with us

    Bangla Serial

    Tiyasha-Neel: তৃণা-শ্যামা,দুই বৌ’ই জলসায়, বরই বা বাকি থাকে কেন!এবার জলসার নতুন সিরিয়ালে জুটি বাঁধছেন নীল-তিয়াসা, ফিরছে কৃষ্ণকলি পার্ট টু

    Published

    on

    সাতসকালে সব ধামাকা খবর আসছে সিরিয়ালপ্রেমী নেটিজেনদের জন্য। আজকে থেকে জলসায়রা সাড়ে আটটা থেকে শুরু হবে, মাধবীলতা অন্যদিকে নতুন ধারাবাহিক জগদ্ধাত্রী সামনের সোমবার থেকে শুরু হবে সন্ধ্যা সাতটায়। আর এর মাঝে আবার নতুন আরেক সিরিয়াল আসার কথা জানা গেল যেটা আসবে স্টার জলসায়।

    জলসা এই বছরে এত বেশি ধারাবাহিক আনছে যে রেকর্ড করে ফেলেছে। ‌ তবে জলসার কিন্তু একটা কঠিন নিয়ম রয়েছে, যেটা টেন্টের প্রযোজক সুশান্ত দাস বিনা দ্বিধায় জানিয়ে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন স্টার জলসা সেইসব ধারাবাহিক গুলোকে রাখে যারা স্লট লিডার হতে পারে। এক্ষেত্রে টিআরপি কম হলে অসুবিধা নেই। মানে জি বাংলার কোন ধারাবাহিক দুই পেয়েছে স্টার জলসার কোন ধারাবাহিক 2.1 পেয়েছে তাহলে কিন্তু জলসার সেই ধারাবাহিক টা থাকবে।কিন্তু যদি দেখা যায় যে সেটা স্লট লিড করতেই পারছেনা তাহলে চ্যানেল সেটা আচমকা বন্ধ করে দেবে। ঠিক যে ঘটনা ঘটলো বৌমা একঘর এবং মন ফাগুনের সঙ্গে। দুজনকে অনেক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল কিন্তু স্লট ফিরিয়ে আনতে পারেনি। তাই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়েছে।

    বিতর্ক থেকে সরে আসা যাক, নতুন ধামাকা খবর হলো জি বাংলার জনপ্রিয় জুটি নিখিল-শ্যামা ফিরে আসছে স্টার জলসায়। নতুন ধারাবাহিকে তারা ফিরছেন আর সেটাও টেন্টের হাত ধরে। বেসরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে যে শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসে এবং তার আগেই চলে আসতে পারে প্রমো। অর্থাৎ জি বাংলার জনপ্রিয় জুটিকে ছিনিয়ে নিলো জলসা।

    তবে এইটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ায়। জলসা ভক্তরা যেমন খুব খুশি কারণ নীলকে তারা জলসা পুত্র বলে থাকেন আর জলসায় নীল আবার ফিরছেন বলে তাদের শান্তি লাগছে কিন্তু তিয়াসা কে নিয়ে তারা খুব সন্দিহান। অন্যদিকে জি বাংলার ভক্তদের খবরটা শুনে মোটেও পছন্দ হয়নি কারণ এর আগে জি বাংলার জনপ্রিয় জুটি উজ্জ্বল আর রাশি স্টার জলসায় গেছিল তার ফলাফল কী হয়েছে আমরা সকলেই জানি।

    আবার জলসার জনপ্রিয় জুটি রাহুল আর রুকমা জি বাংলায় এসে তেমন কিছু করতে পারেননি। তাই কৃষ্ণকলির জনপ্রিয় জুটিটা জলসায় গিয়ে কী করবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন সকলে।অনেকে আবার বলছেন তৃণা তো জলসায় রয়েছে তাই আসল বউয়ের কাছে থাকবেন বলেই নকল বউকে নিয়ে পৌঁছে যাচ্ছেন নীল। সিরিয়ালের গল্প কী হবে সেই নিয়ে এখন চলছে আলাপ আলোচনা। ‌

    Trending