Bangla Serial
Mon Dite Chai: তিতির এবং সোমরাজের হয়ে গেল বিয়ে! এবার নতুন কী সমস্যা তৈরি করতে চলেছে সোমরাজের মা তিতিরের জন্য? মন দিতে চাইয়ে নতুন প্রোমো দেখে উচ্ছ্বাসিত ভক্তরা

জি বাংলায় পরপর এসেছে বেশ কিছু নতুন ধারাবাহিক, তার মধ্যে অন্যতম হলেও ‘মন দিতে চাই’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক খ্যাত অভিনেতা ঋত্বিক মুখার্জীকে এবং স্টার জলসার ‘আয় তবে সহচরী’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী অরুনিমা হালদারকে। শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই বেশ ভালো জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে এই ধারাবাহিক দর্শকদের মধ্যে।
ধারাবাহিকের গল্প শুরুর থেকে দেখানো হয়েছে যে নায়ক সোমরাজ মনে করে যে একজন ছেলে যা করতে পারে তা একজন মেয়ে করতে পারে না। আর উল্টো দিকে নায়িকা তিতির নিজের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য রাত দিন খেটে কাজ করে। তারা দুজন যখন একে অপরের সঙ্গে সামনাসামনি হয় তাদের কথা কাটাকাটি হয়। এরই মধ্যে এও জানা গেছে যে সোমরাজ তার সৎ মাকে অন্ধের মত বিশ্বাস করে।
এই ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা জানেন সম্প্রতি দেখানো হচ্ছে তিতিরদের বাড়িতে দোয়েলের বিয়ের তোড়জোড় চলছে। কিন্তু যে ছেলেটার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা সে একেবারেই ভালো নয়। এরই মধ্যেই ধারাবাহিকের নতুন প্রোমো সামনে চলে এসেছে যেখানে দেখা যাচ্ছে দোয়েলের বিয়ের দিন যখন সিঁদুর দান হবে সেই সময় সোমরাজ মন্ডপে আসে এবং বরের হাত ধরে বলে ঠগ জোচ্চোর, এই বিয়ে আপনারা দেবেন না হাত জোড় করে বলছি।তার কারণ এই ছেলেটা একদমই ভালো নয়। এরপরই সোমরাজ জানায় যে তার ভাই জয় দোয়েলকে ভালোবাসে।
তারপর তিতির দোয়েলকে বলে যে দিদি তুই আর রাগ করিস না, এই বলে দোয়েল এবং জয়ের হাত মিলিয়ে দেয়। তারপরেই সোমরাজের মা আসে এবং সোমরাজকে বলে তুমি তো জানো আমি বলেছিলাম আগে তোমার বিয়ে হবে! আর তখনই সোমরাজ বলে, তুমি তো চাও আমার বিয়ে হোক! এই বলে তিতিরকে সিঁদুর পরিয়ে দেয় এবং বলে আজ থেকে তিতির আমার বিবাহিত স্ত্রী। আর তখনই তিতির অবাক হয়ে যায় এবং বলে এটা আপনি কী করলেন!
তবে এই প্রোমো দেখে ‘মন দিতে চাই’ এর ভক্তরা বেশ খুশি হয়ে গেছে। তার কারণ এতদিন নায়ক নায়িকার মধ্যে ঝগড়াঝাটি দেখতে দেখতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল, এবার তাদের বিয়ের পর একসাথে তাদের খুনসুটি দেখতে পছন্দ করবে তারা। সেই সঙ্গে পরবর্তী দিনে তিতির এবং সোমরাজ একে অপরকে কী ভাবে মানিয়ে নেয় সেটাও দেখার!
-
Tollywood11 months ago
তৃণা সাহার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ অভিষেক-পত্নীর! ‘এবার বাড়াবাড়ি করছেন’, সংযুক্তাকে দুষছে নেটপাড়া
-
Tollywood4 months ago
Aparajita Adhya: শাড়ি এখন অতীত, খোলামেলা পোশাকে লক্ষ্মী কাকিমা হয়ে উঠলো ল্যাক্স! অপরাজিতা আঢ়্যর ছবি দেখে ঢোক গিললো ভক্তরা
-
Bangla Serial10 months ago
মিঠাই ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী!চলে গেলেন অন্য চ্যানেলের ধারাবাহিকে, মন খারাপ মিঠাই ভক্তদের
-
Bangla Serial10 months ago
নিজের বোনকে বিয়ে করে নিয়েছে মোদক পরিবারের ছোট ছেলে! তবুও সিডি বয়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলল ওমি আগারওয়াল, ভাইরাল তার সোশ্যাল মিডিয়া বার্তা
-
Tollywood10 months ago
অবশেষে গ্রেফতার হলেন মৃত অভিনেত্রী পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী
-
Bangla Serial8 months ago
Mithai: মিঠাই শেষ হচ্ছে আগামী ২৮শে আগস্ট রাত আটটায়, পোস্টে পোস্টে ছয়লাপ ফেসবুক! মুখ খুললেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস, সত্যিটা করলেন স্বীকার
-
Bangla Serial10 months ago
‘যে যা ভাবছে ভাবুক, আমার সঙ্গে আদৃতের সম্পর্ক নিয়ে কিছু বলার নেই’, এবার সিডি বয়-মিঠাইয়ের ঝগড়া নিয়ে মুখ খুলল সৌমিতৃষা!আদৃতের সঙ্গে যে তার কথা বন্ধ ঘুরিয়ে জানাল সেটা
-
Bangla Serial12 months ago
বছরের-পর-বছর অভিষেককে বাদ দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! ‘এখন তাদের থেকে টাকা নেব আমি?’, মিথ্যা অভিযোগ ঘিরে সরব অভিষেকের স্ত্রী সংযুক্তা!