Bangla Serial

টিআরপি রেটিংয়ে গোধূলি আলাপের থেকে খুব সামান্য এগিয়ে পিলু! রেগে গেল দর্শকরা, উঠল পুরনো স্লটে ফেরানোর দাবি

জি বাংলার নতুন ধারাবাহিক আনা হয়েছে দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে। এক একটি ধারাবাহিকে এক একটি ভিন্ন স্বাদের গল্প রয়েছে। তাই প্রতিযোগিতা রয়েছে তুঙ্গে।

অন্যদিকে প্রতি বৃহস্পতিবার টেলিভিশনের ভাগ্য নির্ধারণ করা হয়। কারণ ওই দিন সামনে আসে টিআরপি রেটিং চার্ট। সেই হিসাব মেনে আজ জানা গেল ধারাবাহিকগুলো কোনটি কোন স্থানে রয়েছে। আর তাতেই ক্ষুব্ধ দর্শক।

এবার জি বাংলা কর্তৃপক্ষের উপর প্রচন্ড রেগে গিয়েছ পিলু ধারাবাহিকের দর্শকরা। ধারাবাহিকটিকে একমাস আগে থেকে সন্ধে সাড়ে ছটার থেকে সরিয়ে সন্ধ্যা ছটায় জায়গায় পাঠানো হয়েছিল। সে সময়ে অনেক প্রতিবাদ জানিয়েছিল দর্শকরা কারণ সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথমে খুকুমণি হোম ডেলিভারি তারপরে বৌমা একঘরের সঙ্গে ভাল মত টক্কর দিতে দেখা গিয়েছিল এই ধারাবাহিককে।

তাই এই ধারাবাহিক নিয়ে অনেক আশা ছিল দর্শকদের। ধীরে ধীরে সম্প্রচার হওয়ার সময় পাল্টে যাওয়ায় স্বাভাবিকভাবেই এর নম্বর তুমি যে আমার একটা বড় আশঙ্কা ছিল দর্শকদের মধ্যে।

এবার সেই আশঙ্কাই যেনো সত্যি হতে দেখা গেল। কারণ গোধূলি আলাপের সঙ্গে এই ধারাবাহিকের নম্বরের পার্থক্য ধীরে ধীরে কমে আসছে। চলতি সপ্তাহে পিলু পেয়েছে ৩.৮ এবং গোধূলি আলাপ পেয়েছে ৩.৭। অর্থাৎ বোঝা যাচ্ছে একেবারে উনিশ-বিশের টক্কর। ০.১ পয়েন্টের ব্যবধান রয়েছে মাত্র।

এর জন্যেই রেগে গিয়েছে দর্শকরা। গোধূলি আলাপ পিলুকে সরিয়ে এগিয়ে যাবে আর সেইদিন দেখতে রাজি নয় তারা। তাই ধারাবাহিকের একনিষ্ঠ ভক্তরা দাবি করছে যে জেনে-বুঝে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে যাতে পিছিয়ে পড়ে পিলু। জি বাংলা শেষ করে দিল সিরিয়ালটাকে এটাই তাদের দাবি। অবিলম্বে তারা চাইছে আবার সময় পাল্টে ফেলা হোক।

Piya Chanda