Bangla Serial

‘তোমার অভিনয় তো কেউ দেখতে আসে না, নাটক কম করো না’, সিনেমা মুক্তির আগেই সরে আসার সিদ্ধান্তে যশকে খোঁটা রানা সরকারের

এমনিতেই সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে আলোচনায় থাকেন অভিনেতা যশ দাশগুপ্ত। অভিনেত্রী নুসরত জাহানের স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদের পর থেকে নায়িকার সঙ্গে সম্পর্কের সূত্রে আলোচনায় জড়িয়েছেন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত। এরপর নায়িকা পুত্রসন্তানের জন্ম দিলে সেই সন্তানের পিতৃত্ব স্বীকার করে নিয়ে আরো বেশি সোশ্যাল মিডিয়ার আলোচ্য বিষয়ে পরিণত হন যশ।

তবে এবার নায়ক আলোচনায় উঠে আসলেন নিজের ব্যক্তিগত জীবন নয়, কাজের ক্ষেত্রে। মুক্তির আর মাত্র ৫ দিন বাকি সিনেমা চিনে বাদামের। ঠিক তার আগে সিনেমা থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। তাই নিয়ে নেট মাধ্যমে ঝড় উঠেছে। বিভিন্ন মহলে এই নিয়ে নানা আলোচনা চলছে।

করোনা পরবর্তী যুগে বাংলা সিনেমার পাশে দাঁড়ানো নিয়ে সরব হয়েছেন টলিউড ইন্ডাস্ট্রির কলাকুশলীরা। যশ দাশগুপ্তর এই সিদ্ধান্তে তা নিয়ে প্রশ্ন উঠলো। এবার প্রশ্ন তুললেন টলিউডের প্রযোজক রানা সরকার।

রানার বক্তব্য এটাই কি বাংলা ছবির পাশে দাঁড়ানোর নমুনা? যশ দাশগুপ্তর টুইট শেয়ার করে পাল্টা লিখেছেন “টাকা পেয়ে গিয়েছে আর কী চাই, এবার প্রডিউসার মরুক”। ছবি মুক্তির আগে এমন হয়রানির কারণে প্রযোজক সংস্থার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন রানা।

তবে এটাই প্রথম নয় এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে মাধ্যমে মুখ খুলেছেন রানা সরকার। অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে মন্তব্য গুলো করেছিলেন সেগুলো এখনও ভুলে যেতে পারেনি দর্শকরা।

Piya Chanda